শিরোনাম
◈ রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা ◈ ড. ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই: প্রেস সচিব ◈ আন্দোলনকারীদের উদ্দেশে ডিএমপির বার্তা ◈ আ. লীগের নিবন্ধন বাতিল ইস্যুতে বৈঠক শেষে যা বলছে ইসি (ভিডিও) ◈ প্রবাসী আয়ে সর্বকালের রেকর্ড গড়লো বাংলাদেশ! ◈ জুলাই-আগস্টের সকল হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার: চিফ প্রসিকিউটর ◈ স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা : প্রধান উপদেষ্টা ◈ চোখ বেঁধে গুজরাট থেকে উড়োজাহাজ-লঞ্চে করে আনা হয়েছে, জানালেন ভুক্তভোগীরা ◈ টেস্ট থেকে অবসরে কোহলি ◈ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদন: শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ ৫ অভিযোগ

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ১০:০২ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহবান এ্যানির

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : বিএনপি’র  যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, স্বাধীনতার পর থেকে যারা এ বাংলাদেশে দূ:শাসন দূর্নীতি ও ফ্যাসিবাদ তৈরী করেছিল, গুম খুন ও গণহত্যা করেছে অবশ্যই তাদের বিচার করতে হবে। ধারাবাহিকভাবে ৯৬ ও বিগত ১৬/১৭ বছর হাসিনা এবং আওয়ামীলীগ যেসব অপকর্ম করেছে তার বিচারও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইন ও বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামীলীগ নিষিদ্ধ হওয়া উচিত বলে  মন্তব্য করে সেই বিচার খুব দ্রুত করতে সরকারের প্রতি আহবান জানান এ্যানি।

রবিবার সকালে লক্ষ্মীপুর সদরের হাজির পাড়ায় দলীয় ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে গিয়ে গণমাধ্যমে এসব কথা বলেন এ্যানি।

শাহবাগে আন্দোলন ও গত কয়েকদিনের আলোচনা নিয়ে বিএনপি’র এ নেতা আরও বলেন, এসরকার আন্দোলনের ফসল হিসেবে আওয়ামীলীগ নিষেদ্ধের উদ্যোগটি আরো আগেই নেয়া উচিৎ ছিল। সেটি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে টেবিল বৈঠকের মাধ্যমে মতামতের ভিত্তিতে হতে পারতো। তবুও বিচার প্রক্রিয়া ও সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনমুখি হওয়ার দাবী জানিয়ে এ্যানি বলেন, বিএনপি গণ মানুষের দল, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাষন ব্যবস্থার দল বিএনপি,  দেশনেত্রী খালেদা জিয়ার আপোসহীন সংসদীয় গণতান্ত্রিক দল হিসেবে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে নেতা নির্বাচন হচ্ছে ভোটের মাধ্যমে। দলকে সুসংগঠিত করা আর গণতান্ত্রিক চর্চায় হাটছে বিএনপি।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, জজ কোর্টের পিপি আহমেদ ফেরদৌস মানিক,  জেলা কৃষকদলের সহসভাপতি বদরুল আলম শ্যামল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়