হাবিবুর রহমান সোহেল,কক্সবাজার : যুবলীগ নেতা মোনাফ সিকদারের নেতৃত্বে কক্সবাজার শহরে ঝটিকা মিছিল পুরো দেশজুড়ে বেশ ভাইরাল ও সমালোচনার জম্ম দেয়। এতে করে কক্সবাজার জেলা পুলিশ আবারও অপারেশন ডেভিল হান্ট জোরালো করে। তার অংশ হিসেবে শনিবার (১০ মে) দুপুর ২টায় কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইবিপি রোড়ের নিজ বাসভবন থেকে জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর ও যুবলীগ নেতা বেন্টু দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করে জানান, বাহাদুরকে ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা সংক্রান্ত দায়ের করা কয়েকটি মামলার আসামি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে শুক্রবার রাতে রামু থানা পুলিশের অফিসার ইনচার্জ ইমন কান্তি,র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারী বহুল বিতর্কিত মেহেদী হাসান ও কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মোস্তাক আহম্মদকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে বলে নিশ্চিত করে রামু থানা পুলিশ।