শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী!

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০৮:৫৬ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনকে
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী ১০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বোয়ালমারী পুরোনো বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে অবস্থিত গোল্ডেন লাইনের কাউন্টারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী এ  অভিযান পরিচালনা করেন।
 
এক যাত্রীর অভিযোগের প্রেক্ষিতে  নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত নির্ধারিত ভাড়া ৫০০ টাকার স্থলে ১০০ টাকা বেশি ভাড়া নেওয়ার প্রমাণ যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত বোয়ালমারীস্থ গোল্ডেন লাইন কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
 
এ ব্যাপারে গোল্ডেন লাইনের বোয়ালমারী কাউন্টারের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন খান বলেন, “স্বাভাবিক সময় গোল্ডেন লাইনের নির্দিষ্ট ভাড়া ৫০০ টাকা। ঈদ উপলক্ষে টিকিটপ্রতি ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। কারণ, বোয়ালমারী থেকে প্রতিটি টিপ যাত্রী বোঝাই গেলেও ঢাকা থেকে ফিরতে হয় খালি গাড়ি নিয়ে।”
 
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, গোল্ডেন লাইন বাস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়ায় এবং ভাড়ার তালিকা টানানো না থাকার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়