শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী!

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে মার্কেট ভবনের ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ৩ তলা বিশিষ্ট একটি মার্কেটের ছাদ থেকে পড়ে মো. সিরাজ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে জেলা শহরের উত্তর তেমুহনীস্থ নিউ মার্কেটের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। সিরাজ পৌর শহরের লিল্লাহ মসজিদ সংলগ্ন নাছির উদ্দিন এর বাড়ির ট্রাক চালক ফারুকের ছেলে। সে দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, সিরাজ নিউ মার্কেটের ছাদে তার তিন সহযোগী মোবারক, আল আমিন ও ফারুককে নিয়ে আড্ডা দিতে যায়। সেখানে তারা গাঁজা সেবন করে। এর একপর্যায়ে সে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। পরে অবস্থার অবনতিতে তাকে ঢাকায় নেয়ার পথে রাতে মারা যান সিরাজ।

এ ঘটনার পর তার বন্ধু এবং স্বজনেরা মোবারক নামে এক যুবককে আটক করে মারধর করে নিউ মার্কেটে আটকিয়ে রাখে। খবর পেয়ে পুলিশ বিক্ষুব্ধ জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটককৃত মোবারক রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামের রিয়াজের ছেলে।

সিরাজের বাড়ির লোকজন জানায়, সিরাজ দুপুরে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে থাকা নিউ মার্কেটের ছাদে যায়। সে প্রায় সময় সেখানে বন্ধুদের সাথে আড্ডা দিত। বিকেলের দিকে সে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। পথিমধ্যে মারা যায় সে। রাত ৮ দিকে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, সিরাজসহ চারজন মার্কেটের ছাদে বসে আড্ডা এবং গাঁজা সেবন করে। ছাদ থেকে সিরাজ নীচে পড়ে মারা যায়। সিরাজের স্বজনেরা ঘটনার সময় তার সাথে থাকা মোবারক নামে একজনকে আটক করে মারধর করে। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। সিরাজের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়