শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০২:০৮ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে অপহরণ, যেভাবে উদ্ধার হলো ৪ বছরের শিশু

কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে অপহরণ করা হয় ৪ বছরের এক শিশুকে। এক সপ্তাহ পর ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার করা হয়েছে অপহরণ চক্রের তিন সদস্য। র‌্যাব বলছে, এভাবে অপহরণ করা শিশুদের নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করা হয়।

তানহা পাখি নামে ৪ বছরের এই শিশুটিকে হাত ধরে সাভাবিকভাবে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি এমন যে, কারও বোঝার উপায় নেই যে, তিনি শিশুটির পরিচিত কেউ নন। মনে হচ্ছে নিকটতম কোনো আত্মীয় তাকে নিয়ে যাচ্ছে। এরপর থেকে নিখোঁজ ছিল তানহা।

পরিবারের সদস্যদের দাবি, ২৩ অক্টোবর সন্ধ্যায় মিরপুর ১১ নম্বরে নিজ বাসার সামনে খেলছিলো তানহা। কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

পরে দরবেশ পরিচয়ে মোবাইল ফোনে তাদের জানানো হয়, গায়েবি শক্তির মাধ্যমে তুলে নিয়ে যাওয়া হয়েছে তানহাকে। এরপর কয়েক ধাপে টাকা হাতিয়ে নেয় চক্রটি। 

অভিযোগ পেয়ে তানহাকে উদ্ধারে মাঠে নামে র‌্যাব। ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তানহাকে উদ্ধার করা হয়। 

শিশুকে অপহরণকালে কী ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে, তা ফরেনসিক রিপোর্টে জানা যাবে বলেও জানানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়