স্পোর্টস ডেস্ক : বিপিএলের এবারের আসরে তাসকিন আহমেদকে দলে নিচ্ছে ঢাকা ক্যাপিটালস। ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত একটি সূত্র এ তথ্য জানিয়েছে। গত আসরে তাসকিন খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে। ঢাকার বিপক্ষে একটি ম্যাচে রাজশাহীর হয়ে তিনি একাই ৭ উইকেট নিয়েছিলেন। সবকিছু ঠিক থাকলে এবার তিনি সে ঢাকার হয়েই খেলবেন।
বিপিএলের আগামী আসর মাঠে গড়ানোর কথা ১৯ ডিসেম্বর। যা হবে পাঁচ দল নিয়ে। ইতোমধ্যে নামও ঠিক করে দিয়েছে বিসিবি।
অংশগ্রহণের টিকিট পাওয়া পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। চলতি মাসের শেষে অনুষ্ঠিত হবে বিপিএলের ড্রাফট। তবে সবার আগে তাসকিন দলে ভিড়িয়ে চমক দেখালো ঢাকা।
এবারের বিপিএলে অংশ নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল ১১টি প্রতিষ্ঠান। তাদের মধ্য থেকে প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাদ দেয়া হয় ৩ প্রতিষ্ঠানকে। এরপর চূড়ান্ত বাছাইয়ে বাদ পড়ে আরও ৩ প্রতিষ্ঠান।
যাচাই-বাছাইয়ের পর ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস নামের প্রতিষ্ঠান। গত বিপিএলেও তারা একই নামে ফ্র্যাঞ্চাইজি হিসেবে ছিল। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। তারাও গত বিপিএলে ছিল।
রাজশাহী ওয়ারিয়র্স নামে নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়েছে নাবিল গ্রুপ। সিলেট টাইটান্স ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ক্রিকেট উইথ সামি নামের প্রতিষ্ঠান। আর চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস নামে প্রতিষ্ঠান।