শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০২:০৮ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে অপহরণ, যেভাবে উদ্ধার হলো ৪ বছরের শিশু

কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে অপহরণ করা হয় ৪ বছরের এক শিশুকে। এক সপ্তাহ পর ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার করা হয়েছে অপহরণ চক্রের তিন সদস্য। র‌্যাব বলছে, এভাবে অপহরণ করা শিশুদের নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করা হয়।

তানহা পাখি নামে ৪ বছরের এই শিশুটিকে হাত ধরে সাভাবিকভাবে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি এমন যে, কারও বোঝার উপায় নেই যে, তিনি শিশুটির পরিচিত কেউ নন। মনে হচ্ছে নিকটতম কোনো আত্মীয় তাকে নিয়ে যাচ্ছে। এরপর থেকে নিখোঁজ ছিল তানহা।

পরিবারের সদস্যদের দাবি, ২৩ অক্টোবর সন্ধ্যায় মিরপুর ১১ নম্বরে নিজ বাসার সামনে খেলছিলো তানহা। কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

পরে দরবেশ পরিচয়ে মোবাইল ফোনে তাদের জানানো হয়, গায়েবি শক্তির মাধ্যমে তুলে নিয়ে যাওয়া হয়েছে তানহাকে। এরপর কয়েক ধাপে টাকা হাতিয়ে নেয় চক্রটি। 

অভিযোগ পেয়ে তানহাকে উদ্ধারে মাঠে নামে র‌্যাব। ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তানহাকে উদ্ধার করা হয়। 

শিশুকে অপহরণকালে কী ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে, তা ফরেনসিক রিপোর্টে জানা যাবে বলেও জানানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়