মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- জসিম (২২), আরমান (২৫), ছোট্টো (২৪), আজগর (২৮), মিঠু (২৮), রিসাতুল হক প্রান্তিক (৩১),রিয়াদ (২১), পাভেল (১৯),পলাশ (২৫), অমিত (২০), সুমন (২৫ , আদর (১৯), রুবেল (২৭), রাসেল (২৮), রাসেল (২৭) ও মানিক(২৪)।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।