শিরোনাম
◈ গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনে কাজ চলছে— প্রধান উপদেষ্টা ইউনূস ◈ জুলাই সনদের খসড়া গ্রহণ করবে না এনসিপি ◈ তফসিল ঘোষণা ডাকসু নির্বাচনের ◈ কিছু দল পণ করেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না: ফখরুল ইসলাম ইসলাম ◈ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে জুলাই গণহত্যার বিচার: চিফ প্রসিকিউটর ◈ পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারীসহ’ নিহত ৩ ◈ প্রাথমিকের ৩৪ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদোন্নতি ◈ অভিনেতা রাজকুমার রাও এর বিরুদ্ধে ‘জামিন অযোগ্য’ গ্রেফতারি পরোয়ানা জারি! ◈ ভুয়া র‍্যাবকে ধাওয়া দিল আসল র‍্যাব, পথে দুই পক্ষকেই পেটাল জনতা! ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থানে থাকলে ভবিষ্যৎ ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ঝুঁকি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ০৫:৩৩ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগে ৩১২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ২জন

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: তুরাগ থানার ধউর পুলিশ চেকপোস্টে ওসি মোঃ মনিরুল ইসলামের গোপন তথ্যের ভিওিতে এস,আই মামুনুর রশিদ ও এস আই শহিদের নেতৃত্ব একটি চৌকস টিম একটি অভিযান পরিচালনা করে উদ্ধার করেন ৩১২ বোতল ফেনসিডিল ও ২ জন মাদক ব্যবসায়াীকে গ্রেফতার করতে সক্ষম হন তুরাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃত ১ মোঃ নাগর হোসেন (৩২)।পিতা মৃত মাহতাব হোসেন। গ্রামঃ সেনেরহুদা।ডাকঃউথলি বাজার। থানাঃ জীবন নগর। জেলাঃ চুয়াডাঙ্গা।২ মোঃশিমুল (২১) পিতাঃ মোঃ সোহেল রানা।গ্রামঃসেনেরহুদা।ডাকঃ উথলি বাজার। থানাঃ জীবন নগর। জেলাঃ চুয়াডাঙ্গা।

উভয় চুয়াডাঙ্গা থেকে সবজির গাড়ীতে করে বস্তাবন্দি করে অত্যান্ত গোপনীয় ভাবে ৩১২ বোতল ফেনসিডিল আনতে সক্ষম হয়।সবজির গাড়ী থেকে গোপনে ফেনসিডিল ধউর পুলিশ চেকপোস্ট অতিক্রম করবে বলে গোপন খবর আসে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সাথে সাথে অভিযানিক টিম পাঠিয়ে তাদের গ্রেফতার ও ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সেখান থেকে গোপন সুত্রে জানা যায় এই ফেনসিডিল টুংগিবাজার ব্যাংগের মাঠের মাদক ব্যবসায়ী মোমেনার মাল বলে জানা যায়।ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুর ১২:৪০ মিনিটের সময়। অপর একটি  সুত্রে জানা যায় র্যাবের একটি টিম গত রবিবার রাত থেকে প্রত্যাশা ব্রীজের পাশে ওঁত পেতে ছিল এই মাদক উদ্ধার ও গ্রেফতার করার জন্য।খরব লেখা পর্যন্ত একটি মাদক মামলা চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়