শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫, ০১:৫৭ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেপরোয়া ট্রাক বাবার চোখের সামনে কেড়ে নিলো ছেলের প্রাণ

রাজধানীর গুলিস্তানে বাবার চোখের সামনেই বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে প্রান্ত পাল (১৬) নামের এক কিশোরের।

শনিবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে পল্টন থানাধীন বঙ্গভবন মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সন্তানকে হারিয়ে বিহ্বল প্রান্তর বাবা উজ্জ্বল পাল জাগো নিউজকে বলেন, আমি নিউমার্কেট এলাকায় ঝালমুড়ি বিক্রি করি। সেখানে ছেলেও আমাকে সাহায্য করে। রাতে দুটি বাইসাইকেলে করে দুজন শ্যামপুরের বাসায় ফিরছিলাম। প্রান্ত আমার সামনে ছিল। বঙ্গভবন মোড়ে পৌঁছাতেই হঠাৎ পেছন দিক থেকে আসা একটি ট্রাক ওর সাইকেলে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজ্জ্বল পালের গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোনাকরকাঠি এলাকায়। বর্তমানে পরিবার নিয়ে শ্যামপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। প্রান্ত তাদের একমাত্র সন্তান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। উৎস: জাগোনিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়