শিরোনাম
◈ বছর না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে: ১৩ দলের সঙ্গে বৈঠকে ড. ইউনূস ◈ ১২৩ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সূর্যগ্রহণ, অন্ধকারে থাকবে পৃথিবীর একাংশ! ◈ এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ, ব্যবহারিক শুরু ২১ আগস্ট ◈ বন্ধুদের অগ্নিগর্ভ মৃত্যু আর নিজের জীবনের অলৌকিক বেঁচে থাকার বেদনায় বিধ্বস্ত তাসকিন ◈ নির্বাচন কমিশন গঠনে ঐকমত্য প্রতিষ্ঠা: স্পিকারের নেতৃত্বে বাছাই কমিটি গঠনের প্রস্তাব: আলী রীয়াজ  ◈ বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের ৮ জন আশঙ্কাজনক, সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের সহায়তায় চিকিৎসা ◈ ড.ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ◈ এইচএসসি পরীক্ষা স্থগিত ও নিজের পদত্যাগ বিষয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ নির্বাচনের পথে সরকার এগোচ্ছে, তবে অনভিজ্ঞতা ও ইগো বড় বাধা — মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫, ০১:০৪ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংরেজিতে সচিবালয় বানান করতে পারলে তোমাকে ছেড়ে দেব, শিক্ষার্থীকে ডিসি মাসুদ (ভিডিও)

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে জড়ো হন সচিবালয়ের সামনে। এ সময় এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তখন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম তাকে বলেন, “ইংরেজিতে ‘সেক্রেটারিয়েট’ বানান পারলে ছেড়ে দেব।” এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ডিসি মাসুদ আলম ওই শিক্ষার্থীকে বলেন, “সচিবালয়ের ইংরেজি ‘সেক্রেটারিয়েট’। যদি ইংরেজিতে বানান করতে পারো, তাহলে ছেড়ে দেব।” ওই শিক্ষার্থী উত্তর দেন, “SECETARY।” তখন ডিসি মাসুদ সঠিক বানান “SECRETARIATE” বলে শোনান এবং বলেন, “তুমি তো সব উল্টাপাল্টা করে ফেলছো, বানান পারো না—তাহলে কিভাবে ছেড়ে দেব?”

পরবর্তীতে ডিসি মাসুদ জিজ্ঞেস করেন, “তুমি কি পরীক্ষার্থী?” উত্তরে শিক্ষার্থী জানান, তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী। ডিসি তখন তাকে বলেন, “এইচএসসি’র পূর্ণরূপ কী?” শিক্ষার্থী উত্তর দেন, “হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট।” তখন ডিসি বলেন, “সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট তো এসএসসি হয়।” পরে শিক্ষার্থী উত্তর সংশোধন করে বলেন, “হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট।” এ সময় আশপাশে থাকা পুলিশ সদস্যরা হেসে ওঠেন। এরপর ডিসি মাসুদ ওই শিক্ষার্থীকে চলে যেতে বলেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন। সেখানে তারা স্লোগান দিতে থাকেন—“ভুয়া ভুয়া”, “আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে” ইত্যাদি। সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়