শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ০১:৩২ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার শাহবাগে এনসিপির অনুষ্ঠানে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে জুলাই প্রদর্শনী চলাকালীন এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বলেন, এনসিপির জুলাই প্রদর্শনী চলাকালীন শাহবাগ মোড়ে দুইটি ককটেল বিস্ফোরণ হয়েছে। গতকাল রাতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও পদযাত্রার প্রদর্শনী গাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়। একই স্থানে কয়েকদিন আগেও সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আজ রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিন সন্ধ্যা থেকেই শাহবাগে জুলাই প্রদর্শনী কর্মসূচি পালন করছিল এনসিপির ঢাকা মহানগর শাখা। ককটেল বিস্ফোরণের পরেও দলটি তাদের কর্মসূচি পালন করেছে।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনী গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই স্থানে কয়েক দিন আগেও দলটির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়