মাজহারুল মিচেল: [২] বুধবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। টিপটিপ ঝড়ছেই। আবহাওয়া অধিদফতর জানায়, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আকাশে যে সঞ্চারণশীল মেঘের সৃষ্টি হয়েছিল তারই প্রভাবে এই বৃষ্টি হচ্ছে।
[৩] এ বৃষ্টিতে আবার এডিস মশার প্রজননস্থলগুলোতে লার্ভা জন্ম নেওয়ার আশংকা করছেন কীটতত্ত্ববিদরা।
[৪] বাংলাদেশ কীটতত্ত্ববিদ সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রুহুল আমিন জানান, এ বৃষ্টিতে পানি জমে যাওয়ার সম্ভাবনা বেশ। আর তাই প্রজননস্থলগুলোতে লার্ভা নষ্ট না করে দিলে আবারও হতে পারে বিপর্যয়। আর তাই বৃষ্টির পানিকে কোনভাবেই জমতে না দেওয়ার পরামর্শ দেন তিনি।
[৫] রুহুল আমিন বলেন, আমাদের এখন শুধু একটাই লক্ষ হতে হবে যেন কোনভাবেই কোন স্থানে বেশিদিন পানি জমে না থাকে।
[৬] স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৯ জন। একইসঙ্গে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৬৪৩ জনের মৃত্যু হয়েছে।
[৭] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩ লাখ ১৬ হাজার ১৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১১ হাজার ৯৪৬ জন। সম্পাদনা: তারিক আল বান্না
এমএম/টিএবি/এনএইচ