মুযনিবীন নাইম: [২] ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দেরিতে হলেও কমতে শুরু করেছে। তবে তা এখনও সহনীয় মাত্রায় আসেনি বলে চিকিৎসকরা অভিমত দিয়েছেন। তাদের মতে, এখনও উদ্বেগ রয়েই গেছে।
[৩] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শফিকুল বারী জানান, আবহাওয়ার সঙ্গে ডেঙ্গুর সম্পর্ক থাকলেও তা পরিস্কারভাবে পরিলক্ষিত হচ্ছে না। তার কারণ হিসেবে তিনি বলেন, শীতের ইমেজ সারাদেশে দেখা দিলেও ডেঙ্গুর যে পরিমাণ কমার কথা ছিল সেটা এ বছর দেখা যাচ্ছে না।
[৪] তিনি বলেন, প্রতি বছরই শীতের আগেই অর্থাৎ বর্ষার শেষেই ডেঙ্গুর প্রকোপ সহনীয় মাত্রায় চলে আসে। কিন্তু তা এখনও আসেনি। ফলে শঙ্কা এখনও রয়েই গেছে।
[৫] তাই তিনি সবাইকে ডেঙ্গু প্রতিরোধ হিসেবে বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বেশি দিন যেন কোন জায়গায় বা পাত্রে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান।
[৬] শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯ জন, আর ঢাকার বাইরে ৪৬৬ জন।
[৭] শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
[৮] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮৯৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
[৯] চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩ লাখ ১২ হাজার ৯৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৮ হাজার ১১৩ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৪ হাজার ৮৫১ জন। সম্পাদনা: তারিক আল বান্না
এমএন/টিএবি/এনএইচ