শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৩, ০৯:১৪ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২৩, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড, ৯ মাসেই হাজার ছাড়ালো

মাজহারুল মিচেল: [২] দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের বড় প্রাদুর্ভাব হয় ২০০০ সালে। সে বছর ৯৩ জনের মৃত্যু হয়। এর পর থেকে প্রতিবছরই দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগী পাওয়া গেছে। ২০২২ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ ২৮১ জন মারা যান। এ বছর সেটিকে অতিক্রম করে গত ২৫ আগস্ট।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম রোববার (১ অক্টোবর) ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ছয়জনের মৃত্যু হয়েছে।

[৪] একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও দুই হাজার ৮৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

[৫] এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ৮৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬২৯ জন ও ঢাকার বাইরে দুই হাজার ২৫৩ জন।

[৬] বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে তিন হাজার ৪৬৭ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৭৯ জন ও ঢাকার বাইরে দুই হাজার ৫৮৮ জন।

[৭] এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নয়জন ঢাকায় ও আটজন ঢাকার বাইরে।

[৮] এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৬৪৮ জন ও ঢাকার বাইরে ৩৫৮ জন।

[৯] চলতি বছরের ১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ছয় হাজার ২৮৮ জন। এর মধ্যে ঢাকায় ৮৩ হাজার ৮৫১ জন ও ঢাকার বাইরে এক লাখ ২২ হাজার ৪৩৭ জন। সম্পাদনা: তারিক আল বান্না

এমএম/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়