জেরিন আহমেদ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরের (২০২৩-২৪) বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে। তবে মানুষের স্বাস্থ্যসেবার পরিধি বাড়ায় এ খাতে বাজেট আরেকটু বেশি হলে উপকার হতো। কারণ আমি চাই সরকারি হাসপাতালগুলো উন্নত হোক, বেসরকারি হাসপাতালগুলো সেসব দেখে শিক্ষা নিক। সাধারণত বেসরকারি হাসপাতালগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক দিয়ে অনেক উন্নত। আমরা চাই সরকারি হাসপাতালগুলো পরিষ্কারের দিক দিয়েও আরো উন্নত হোক। আমাদের অনেক ভালো হাসপাতাল রয়েছে। সূত্র: বাংলা ট্রিবিউন
রোববার জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) নবনির্মিত আইসিইউ উদ্বোধন ও হাসপাতালের সেবার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, নতুন বাজেটে স্বাস্থ্যে বরাদ্দ রাখা হয়েছে ৩৮ হাজার ৫২ কোটি টাকা, যা মোট বাজেটের ৫ শতাংশ। আগের অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল মোট বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ বা ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা। স্বাস্থ্যসেবার যে পরিধি বেড়েছে সে অনুযায়ী প্রস্তাবিত বাজেটে আরও কিছুটা বাড়ানো প্রয়োজন ছিল। সূত্র: নিউজ২৪
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, চিনির ওপর ট্যাক্স বাড়ানো হলেও মিষ্টির দাম কমানো হয়েছে। মিষ্টিতে ভ্যাট দেওয়া হয়নি বলে বেশি করে মিষ্টি খেয়ে ডায়াবেটিস বানানো (আক্রান্ত হওয়া) যাবে না। অন্যদিকে তামাকজাত পণ্যের দাম বাড়ানো হয়েছে, যাতে মানুষের স্বাস্থ্য ভালো থাকে। সূত্র: জাগোনিউজ, সম্পাদনা: মাজহারুল ইসলাম
জেএ/এমআই/এসবি২