শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০৬:৩১ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু, করণীয় কি?

ছবি: সংগৃহীত

আখিরুজ্জামান সোহান: তীব্র মিষ্টি ও রসালো স্বাদের কারণে অন্যান্য দেশিও ফল আম-কাঠালের মতোই প্রচুর চাহিদা লিচুর। সাধারণত মধ্য মে থেকে মধ্য জুন সময়ে বাহারি লিচুতে ভরে যায় বাংলাদেশের বাজারগুলো। সুমিষ্ট স্বাদের কারণে শিশুদের প্রিয় খাবারের তালিকাতেও শীর্ষে থাকে পুষ্টিসমৃদ্ধ এই ফল। তবে লিচুর মৌসুম এলেই আশঙ্কাজনক হারে বাড়তে থাকে লিচুর বিচি গলায় আটকে মারা যাওয়া শিশুর সংখ্যা। গত কয়েক বছর ধরেই লিচু খাওয়ার ফলে শিশু মৃত্যুর ঘটনা প্রকাশিত হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। 

গত ১২ মে ময়মনসিংহের গফরগাঁওয়ে লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে জুনায়েদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়।জুনায়েদের পরিবারের সদস্যরা জানায়, দুপুরে নানাবাড়ি থেকে আনা লিচু খাওয়ার সময় হঠাৎ লিচুর বিচি জুনায়েদের গলায় আটকে যায়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরেক ঘটনায়, মে মাসের ২০ তারিখ (শনিবার) চট্টগ্রামের হাটহাজারীতে গলায় লিচুর বিচি আটকে প্রাণ হারায় মো. সফোয়ান নামে দেড় বছর বয়সী এক শিশু। জানা যায়, শনিবার রাতে সিএনজি অটোরিকশাচালক ফোরকানের পরিবারের সদস্যরা ঘরে লিচু খাচ্ছিলেন। এ সময় লিচু খেয়ে রাখা একটি বিচি সবার অজান্তে শিশু সফোয়ান তার মুখে দিলে তা গলায় আটকে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে হাটহাজারী সদরের একটি প্রাইভেট হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসব ঘটনার কারণ বিশ্লেষন করে দেখা যায়, খোসা-বিচি না ছাড়িয়ে শিশুদের খেতে দেওয়া, অরক্ষিত স্থানে লিচুর বিচি ফেলে রাখা, বাচ্চাদের সঠিকভাবে খাওয়ার নিয়ম না শেখানো অর্থাৎ বেশির ভাগ ক্ষেত্রেই অভিভাবকদের অসেচতনতাই দুর্ঘটনার মূল কারণ। 

গলায় বিচি আটকানো ছাড়াও অন্য একটি কারণে শিশুমৃত্যু হতে পারে। বিশেষজ্ঞদের মতে, লিচুতে হাইপোগ্লাইসিন নামে একটি রাসায়নিক থাকে। এই হাইপোগ্লাইসিন শরীরে শর্করা তৈরি রোধ করে।  এর ফলে শিশুরা যদি  খালি পেটে অতিরিক্ত লিচু খায় তবে শরীরে শর্করার পরিমাণ অত্যন্ত কমে যায়।  ফলে মৃত্যু হতে পারে। 
 
তাই শিশুকে লিচু খেতে দেওয়ার আগে কয়েকটা বিষয় অবশ্যই মেনে চলতে হবে, প্রথমত অবশ্যই লিচুর খোসা ও বিচি ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এবং সম্ভব হলে গোটা লিচু না দিয়ে ছোট ছোট টুকরো করে খাওয়ানো যেতে পারে। 

দ্বিতীয়ত, খোলা জায়গায় যেখানে শিশুদের আনাগোনা আছে এমন জায়গায় লিচু বা লিচুর বিচি রাখা যাবেনা। শিশুদের খাবারের শিষ্টাচার ও নিয়ম-কানুন শেখাতে হবে। 

এছাড়াও খালিপেটে বা ভরা পেটে শিশুদের অতিরিক্ত লিচু খাওয়া ক্ষতিকর। অতিরিক্ত লিচু খেলে হজমে ও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। তাই কোনোভাবেই অতিরিক্ত লিচু খাওয়া উচিত নয়। ৪ বছর পর্যন্ত শিশুদের লিচু খাওয়ানো উচিত নয়। ৪ বছর পরে একটি লিচু খাওয়ানো যেতে পারে। আর বড়দের একসঙ্গে ৫টির বেশি লিচু না খাওয়াই ভালো।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়