শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ১২:২৯ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৩, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে পড়াশুনা করছে ৭ হাজার বিদেশি মেডিকেল স্টুডেন্ট

রাশিদ রিয়াজ: ইরানের হাসপাতালগুলোতে গত বছর ১২ লাখের বেশি বিদেশি নাগরিক চিকিৎসা সেবা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন এদেশের স্বাস্থ্যমন্ত্রী বাহরাম এইনুল্লাহি। তিনি বলেছেন, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর স্বাস্থ্য খাতে ইরানের অভূতপূর্ব উন্নতি হয়েছে।

রোববার বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে ইরানের স্বাস্থ্যমন্ত্রী একথা জানান। তিনি বলেন, বর্তমানে শুধু মধ্যপ্রাচ্যে নয় বরং গোটা বিশ্বে স্বাস্থ্যসেবা খাতে শীর্ষস্থানীয় দেশগুলোর তালিকায় স্থান করে নিয়েছে ইরান।

ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে সাত হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী চিকিৎসা বিদ্যার ওপর পড়াশুনা করছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।তিনি বলেন, গত বছর ইরানের হাসপাতালগুলোতে অন্তত ১২ লাখের বেশি বিদেশি নাগরিক চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব রোগীর বেশিরভাগ আফগানিস্তান, ইরাক, আজারবাইজান, পাকিস্তান, তুরস্ক, ভারত, আর্মেনিয়া ও তুর্কমেনিস্তানের নাগরিক। তিনি বলেন, ইরানি চিকিৎসকরা উচ্চমাত্রায় প্রশিক্ষিত বলে তাদের চিকিৎসাসেবা গ্রহণ করে বিদেশি নাগরিকরা সন্তোষ প্রকাশ করেছেন।

ইরানে যেসব রোগের উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে সেগুলোর কথা উল্লেখ করতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, চোখের সার্জারি, অর্থোপেডিকস, কসমেটিক সার্জারি, কার্ডিওভাসকুলার ডিজিজ, ইউরোলজি, সাধারণ সার্জারি, ক্যান্সার এবং ট্রমার নাম তুলে ধরেন। তিনি বলেন, ইরানে চিকিৎসাসেবা সর্বাধুনিক হওয়া সত্ত্বেও চিকিৎসা ব্যয় অনেক উন্নত দেশের তুলনায় কম। এ কারণে বিদেশি রোগীরা চিকিৎসা নিতে ইরানে আসেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়