সালেহ্ বিপ্লব: গণস্বাস্থ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৫ ফেব্রুয়ারি রাত হতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে রাতের দুই শিফটে প্রতি সেশনে এক হাজার টাকায় ডায়ালাইসিস সেবা দেওয়া হবে। ডায়লাইসিসের বাহিরে অতিরিক্ত চিকিৎসা খরচ রোগীকে বহন করতে হবে। প্রতি রাতে একশ রোগীকে এ সুবিধা দেওয়া যাবে।
এ সুবিধা পেতে সরাসরি যোগাযোগ করা যাবে গণস্বাস্থ্য নগর হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারে। ফোন: +৮৮০২৪১০৬০৯৩০-৮ এবং +৮৮০১৭০৯৬৬৩৯৯৪। আর সরাসরি যোগাযোগ করা যাবে রোগী সহায়তা কার্যক্রমের ইনচার্জ কামরুল হাসানের সঙ্গে, তার মোবাইল নাম্বার +৮৮০১৪০১১৯৮০১২। সম্পাদনা: খালিদ আহমেদ
এসবি/কেএ/এনএইচ
আপনার মতামত লিখুন :