শিরোনাম
◈ নতুন প্রজ্ঞাপন: বেসরকারি খাতের বৈদেশিক ঋণও থাকবে কেন্দ্রীয় নজরে ◈ জুলাই গণঅভ্যুত্থানে সারাদেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ২১ চিকিৎসকের সুপারিশ স্থগিত, দুজনের প্রার্থিতা বাতিল ◈ ভারত ও আওয়ামী লীগের দুজেনেরই ক্ষতি হয়েছে, বললেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ নতুন নির্দেশনা জারি স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে ◈ গাজীপুরে বিশ্বের সবচেয়ে বড় গ্রাউন্ড স্টেশন বসাচ্ছে স্টারলিংক, ইন্টারনেট সেবা দিতে চায় পার্শ্ববর্তী দেশেও ◈ শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপ বন্ধের চিন্তা ◈ সাকিব আল হাসানের বিরুদ্ধে মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিল দুদক ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয় রাজনীতিতে নবধারা সৃষ্টি করেছে ◈ জাতীয় বেতন কমিশনের ৪ প্রশ্নমালা, মতামত দেওয়া যাবে অনলাইনে

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকালে ঘুম থেকে উঠেই মাথা ব্যথা: মাইগ্রেন, স্লিপ অ্যাপনিয়া বা হ্যাঙ্গওভার হতে পারে কারণ

আমাদের মধ্যে অনেকেরই ঘুম থেকে ওঠার পরই মাথা ব্যথা শুরু হয়। কখনো কখনো এটি এতটাই কষ্টকর হয়, মনে হয় যেন মাথাটা ছিঁড়ে যাচ্ছে। ঘুমের সময় কোনো সমস্যা হয় না, কিন্তু ঘুম থেকে ওঠার পর মাথা ভার হয়ে থাকে অথবা সারা দিন মাথা যন্ত্রণা করতে থাকে।

কোনো কাজে উৎসাহ পাওয়া যায় না।

সারা দিন যেন শরীরের মধ্যে একটি অস্বস্তি চলতে থাকে। মনে হয় যেন সারা রাত ঘুম হয়নি। এমন সমস্যার শিকার হয়ে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। তার আগে প্রাথমিকভাবে জেনে নিন, কেন এমন হতে পারে।

মাইগ্রেন

মাইগ্রেন হওয়ার অন্যতম উপসর্গ হলো সকালে মাথা যন্ত্রণা। অনেক সময় মাইগ্রেন হলে দৃষ্টিশক্তি খারাপ হয়ে যেতে পারে। তবে সকালে মাথা যন্ত্রণা বিশেষ করে মাইগ্রেনের জন্য হয়।

ওভার মেডিকেশন

যাদের মাথা যন্ত্রণার সমস্যা রয়েছে, তারা অতিরিক্ত ওষুধ খেয়ে ফেলছেন কি না, খেয়াল রাখুন। অতিরিক্ত ওষুধের ফলে মাথা যন্ত্রণা হতে পারে অনেক সময়।

স্লিপ অ্যাপনিয়া

স্লিপ অ্যাপনিয়ার ফলে ঘুমের মধ্যে আমাদের শ্বাস-প্রশ্বাসের ব্যাঘাত ঘটতে পারে। এর ফলে মাঝে মাঝেই আমাদের গলা শুকিয়ে যায়। ঘুমের মধ্যেই বারবার প্রস্রাব বেগ পেতে পারে। আবার নাক ডাকার সমস্যাও থাকতে পারে।

এমন হলে আপনি স্লিপ অ্যাপনিয়ার সমস্যায় আক্রান্ত হতে পারেন। এমন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

ব্রেন টিউমার

ব্রেন টিউমারের অন্যতম উপসর্গ হলো মাথা যন্ত্রণা। প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৫ জনের ব্রেন টিউমার ধরা পড়ে। এ সময় কথা জড়িয়ে যাওয়া, বমি, চোখের চারপাশ ফুলে যাওয়া, দৃষ্টি শক্তি কমে যাওয়াসহ নানা সমস্যা দেখা দিতে পারে। ফলে সতর্কতা অবলম্বন করুন।

হ্যাঙ্গওভার

ঘুমাতে যাওয়ার সময় আনন্দ-উল্লাস করে থাকলে সকালবেলা ঘুম থেকে উঠে মাথা যন্ত্রণা হতেই পারে। শরীরে অতিরিক্ত অ্যালকোহল মাথা যন্ত্রণার কারণ হতে পারে। ঘুম ভাঙলে লবণ-চিনি পানি খান, কাজে দেবে।

সূত্র : নিউজ ১৮

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়