শিরোনাম
◈ চট্টগ্রামে ভারী বর্ষণে ভেঙে গেল ব্রিজ ◈ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার: ৭ আগস্ট, ২০২৫ ◈ টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ◈ দ‌ক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ, একই দ‌লের বিরু‌দ্ধে ফাইনাল ১০ আগস্ট ◈ অন্তর্বর্তী সরকার চেষ্টা কর‌ছে নির্বাচ‌নে জামায়াত ও এনসিপিকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে গ‌ড়ে তুল‌তে ◈ নারী সহকর্মীর স‌ঙ্গে অসভ‌্যতা ও অশ্লীল ছবি পাঠানোয় নিষিদ্ধ হলেন কোচ ◈ বি‌শ্বের সাত শীর্ষ ফ্রাঞ্চাই‌জি টুর্না‌মে‌ন্টের তা‌লিকায় নেই  বিপিএল ◈ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ বলা নিয়ে প্রতিবাদে ইস্ট বেঙ্গল সমর্থকরা, গ্যালারিতে টিফো উন্মোচন ◈ জয় কি নেতৃত্বে আসছেন? শেখ হাসিনার পতনকে 'ষড়যন্ত্র' হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে এগােচ্ছে আওয়ামী লীগ ◈ অস্ট্রেলিয়ায় শিরোপা জিততে চান সোহানরা, রা‌তে রওনা হ‌লো বাংলা‌দেশ দল

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০৯:৪৮ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালি পেটে চা বা কফি পান করছেন? জেনে নিন শরীরের ক্ষতির ৪টি ভয়াবহ দিক!

সকালে ঘুম থেকে উঠার পর চা বা কফির কাপে চুমুক না দিলে অনেকের দিনই যেন শুরু হয় না।  তবে জানেন কি? খালি পেটে চা কফি খেয়ে নিজের কতটা ক্ষতি করছেন?

বিশেষজ্ঞদের মতে, খালি পেটে চা বা কফি খাওয়ার আগে অন্তত এক মগ পানি পান করা উচিত। তা না হলে একাধিক রোগের প্রকোপ বৃদ্ধি পায়। 

চলুন তাহলে জেনে নেওয়া যাক খালি পেটে চা বা কফি খেলে শরীরের কী কী ক্ষতি হয়—

১. কফি এবং চা দু’টোতেই ট্যানিন নামে একটি রাসায়নিক রয়েছে, যা দাঁতের রঙে পরিবর্তন ঘটায়। চা পান করলে দাঁতে একটি রাসায়নিক স্তর তৈরি হয়। তাই কফি বা চা খাওয়ার অন্তত ১৫ মিনিট আগে  এক গ্লাস পানি পান করা উচিত।

২. অনেকেই ভাবেন ঘুম থেকে উঠে চা বা কফি খেলেই শরীর চাঙ্গা হবে, কিন্তু তা নয়। খালি পেটে চা বা কফি খাওয়া শরীরকে পানিশূন্য করে তোলে। সবচেয়ে ভালো হয়, কোনো খাবার খেয়ে চা পান করা। তা যদি না করেন, তবে এক গ্লাস পানি অবশ্যই পান করতে হবে।

৩. কফি বা চা পান করার পর অনেকের পেট জ্বালা-পোড়া করতে পারে। এটি অ্যাসিডিক প্রকৃতির কারণে ঘটে। কফি এবং চায়ের পিএইচ মান যথাক্রমে ৫ ও ৬ হয়। আর পানির পিএইচ মান ৭। চা বা কফি পান করার আগে এক গ্লাস পানি পান করা অ্যাসিড উত্পাদন কমায়।

৪. কফি বা চা পান করলে পেটে আলসার হওয়ার শঙ্কা বাড়ে। বিশেষ করে দুধ-চিনি মেশানো চা বা কফি খেলে। চিকিৎসকদের মতে, দুধ চায়ে উচ্চমাত্রায় অ্যাসিড থাকে। যা পেটে আলসার উত্পাদন করে। চা পাকস্থলীতে যাতে অ্যাসিড তৈরি না করে, এজন্য খালি পেটে অবশ্যই এক গ্লাস পানি পান করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়