শিরোনাম
◈ তিয়ানজিনে শি-মোদি বৈঠক: প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী অংশীদার চীন-ভারত ◈ নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি ◈ উপহার পাঠিয়ে খোঁজ নিলেন রুমিন ফারহানা, যা বললেন হাসনাত ◈ গাজার আকাশে ড্রোনের ভোঁ ভোঁ শব্দকে গান বানালেন সংগীতশিক্ষক, দুঃসহ যন্ত্রণাকে রূপ দিলেন প্রতিবাদের ভাষায় (ভিডিও) ◈ শান্তিপূর্ণ কর্মসূচি থেকে হঠাৎ আক্রমণাত্মক ছাত্রদল, রাকসু কার্যালয়ে ভাঙচুর, ফটকে তালা ◈ যে যে আয়ের কর দিতে হবে সরকারি–বেসরকারি চাকরিজীবীদের, দেখুন তালিকা ◈ ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন, ২২ বছর লালন পালন করা দুই ছেলের কেউই তাঁর সন্তান নয়! ◈ মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে যে সুখবর দিল বিটিআরসি! কার্যকর হবে সেপ্টেম্বর থেকে ◈ ত্রিদেশীয় সি‌রি‌জে আরব আ‌মিরাত‌কে হারা‌লো পাকিস্তান ◈ নুরের সবশেষ শারীরিক অবস্থা জানালেন ঢামেক পরিচালক

প্রকাশিত : ২২ জুন, ২০২৫, ০৩:০৭ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিটামিন সবসময় উপকারী নয়: কিছু ওষুধের সঙ্গে একসঙ্গে খেলেই বিপদ

বর্তমান সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ অনেকটাই সাধারণ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অনেকেই জানেন না, কিছু নির্দিষ্ট ওষুধ ও ভিটামিন একসঙ্গে গ্রহণ করলে শরীরে সৃষ্টি হতে পারে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া।

বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ ও ভিটামিন সাপ্লিমেন্টের মধ্যে রাসায়নিক বিক্রিয়া মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। কখনও ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে, আবার কখনও লিভার বা কিডনির উপর বাড়তি চাপ পড়ে হতে পারে দীর্ঘমেয়াদি জটিলতা।

কোন কোন সংমিশ্রণ বিপজ্জনক?
দিল্লির জিটিবি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. অজিত জৈনের মতে, নিচের কিছু ওষুধ ও ভিটামিন একসঙ্গে গ্রহণ করা একেবারেই উচিত নয়:

রক্ত পাতলাকারী ওষুধ + ভিটামিন কে
ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যেখানে রক্ত পাতলাকারী ওষুধ রক্তকে তরল রাখে। দুটির একযোগে সেবনে ওষুধের কার্যকারিতা ব্যাহত হতে পারে।

অ্যান্টিবায়োটিক + আয়রন বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট
আয়রন ও ক্যালসিয়াম অ্যান্টিবায়োটিকের শোষণে বাঁধা দেয়। ফলে সংক্রমণ পুরোপুরি নিরাময় হয় না।

ডায়াবেটিসের ওষুধ + ভিটামিন বি৩
ভিটামিন বি৩ রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াতে পারে, যা ডায়াবেটিসের ওষুধের প্রভাব হ্রাস করে।

অ্যান্টাসিড + আয়রন সাপ্লিমেন্ট
অ্যান্টাসিড শরীরের আয়রন শোষণ কমিয়ে দেয়, যা রক্তাল্পতা বা দুর্বলতার কারণ হতে পারে।

কী করণীয়? বিশেষজ্ঞরা পরামর্শ দেন—
ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই একাধিক ওষুধ ও সাপ্লিমেন্ট একসঙ্গে গ্রহণ করবেন না।
ওষুধ ও ভিটামিনের মধ্যে অন্তত ২ ঘণ্টার ব্যবধান রাখুন।

নিয়মিত রক্ত পরীক্ষা করে ওষুধ ও সাপ্লিমেন্টের পারস্পরিক প্রভাব সম্পর্কে নিশ্চিত থাকুন।

স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। অযথা ভিটামিন গ্রহণ নয়—জানুন, বুঝুন, তারপর গ্রহণ করুন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়