শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের পরীক্ষা ডাকসু নির্বাচন, রাজনৈতিক দলগুলোও নজর রাখ‌ছে ◈ বিশ্বকাপ বাছাই‌, ৯ গোলের  ম্যাচে ইসরায়েলকে হারালো ইতালি ◈ এবার কে‌নো এ‌তো আ‌লোচনা ডাকসু নিয়ে, এর প্রভাব কি জাতীয় নির্বাচনে পড়বে? ◈ ওদের কপালে দুঃখ আছে! এশিয়া কাপের আগে ভারত‌কে হুঁশিয়ারি পাকিস্তান অধিনায়কের ◈ প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিং‌সের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ক্রিস গেই‌লের  ◈ এনআইডি সংশোধনের জটিল আবেদন নিষ্পত্তিতে ইসির নতুন নির্দেশ ◈ সব পদ থেকে স্থায়ী বহিষ্কার হলেন ঢাবি ছাত্রদলের ৭ নেতা ◈ পার্লামেন্টে আস্থা ভোটে পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী ◈ শেখ হাসিনা সরণি ও বঙ্গবন্ধু স্কয়ারসহ ৬ স্থাপনার নাম পরিবর্তন ◈ তামিম ইকবা‌লের জন্য বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চাচা আকরাম খান

প্রকাশিত : ৩১ মে, ২০২৫, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে নতুন করে করোনার ঢেউ? আক্রান্ত তিন হাজারের কাছাকাছি

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় তিন হাজারে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৬ মে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় হাজারখানেক যা ৩০ তারিখে প্রায় দুহাজার ৭১০ জন হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি এক আক্রান্ত ব্যক্তি রয়েছেন কেরালা, মহারাষ্ট্র ও দিল্লিতে। এ তিন রাজ্যে আক্রান্তের সংখ্যা যথাক্রমে এক হাজার ১৪৭, ৪২৫ এবং ২৯৪। এছাড়া, গুজরাটে ২২৩, তামিল নাড়ুতে ১৪৮, কর্ণাটকে ১৪৮ এবং ১১৬ জন আক্রান্ত রোগী পাওয়া গেছে।

এছাড়া, রাজস্থানে ৫১, উত্তরপ্রদেশে ৪২,পুদুচেরিতে ২৫, হরিয়ানায় ২০, অন্ধ্রপ্রদেশে ১৬, মধ্যপ্রদেশে ১০, গোয়ায় ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওড়িশা, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরে ৪ জন করে; তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ ও চণ্ডীগড়ে ৩ জন করে এবং মিজোরাম ও আসামে ২ জন করে করোনাভাইরাস সংক্রমণের শিকার রোগী শনাক্ত হয়েছেন।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম ও হিমাচল প্রদেশে এখনও কোনও সক্রিয় করোনা রোগীর খবর পাওয়া যায়নি। বিহার রাজ্যের তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

সরকারি তথ্য মতে, এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত সাত জন রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পাঞ্জাবের এক ব্যক্তি ছাড়া সবাই ছিলেন বৃদ্ধ।

মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে সরকারি কর্মকর্তারা বলেছেন, এবারের করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই মৃদু প্রকৃতির। তবে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়