শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ১২:১৩ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবি শিক্ষার্থীদের মধ্যে স্ক্যাবিস ছড়িয়ে পড়েছে, মেডিকেল সেন্টারে মিলছে চিকিৎসা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের মাঝে এক ধরনের ছোঁয়াচে রোগ ‘ব্যাপকভাবে’ ছড়িয়ে পড়েছে। চর্ম রোগটির নাম ‘স্ক্যাবিস’। এতে বেশি আক্রান্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও মেসের শিক্ষার্থীরা। 

গতকাল রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাশিহুল আলম হোসাইন।

তিনি বলেন, ‘শত শত চর্ম রোগের মধ্যে সবচেয়ে ছোঁয়াচে রোগটির নাম স্ক্যাবিস। গত বৃহস্পতিবার রাবি চিকিৎসা কেন্দ্রে রোগী দেখছিলাম। একের পর এক এই রোগে আক্রান্ত রোগীরা এসে হাজির। বিভিন্ন হল, মেসে বসবাসরত ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই ছোঁয়াচে রোগ।‘ 

রোগটির বর্ণনা দিতে গিয়ে এই চিকিৎসক বলেন, ‘আঙ্গুলের ফাঁকে, কব্জির সামনে, বগলে, নাভিতে ছোট ছোট ফুসকুড়ি নিয়ে শুরু হয়ে যায় এই রোগ। বিশেষ করে রাতের বেলায় চুলকানির মাত্রা ছাড়িয়ে যায়। ক্লোজ কন্টাক্টে যারা থাকেন তাদের মধ্যে রোগটি ছড়িয়ে যাওয়ার মাত্রা অনেক বেশি।’ 

চিকিৎসা নিতে আসা রোগীদের সতর্ক করে দিয়ে ডা. মাশিহুল আলম বলেন, ‘রাবি চিকিৎসাকেন্দ্রে আমার চেম্বার সামনে যারা অপেক্ষমান থাকেন, তারা একটু দূরত্ব বজায় রেখে বসবেন। তা না হলে আপনার পাশের রোগীর মধ্যে এই রোগ ছড়িয়ে যাবে।’ 

মেডিকেল সেন্টারের রোগটির ওষুধ থাকার বিষয়ে ডা. মাশিহুল আলম বলেন, ‘অবাক করা বিষয় হলো এই রোগের কোনো ওষুধ চিকিৎসাকেন্দ্রে নেই। তাই বেশি দেরি না করে প্রধান চিকিৎসক ডাক্তার মাফরুহা সিদ্দিকা লীপির কাছে  জরুরিভিত্তিতে এ রোগের ওষুধগুলো ছাত্র-ছাত্রীদের জন্য রাবি চিকিৎসাকেন্দ্রে সরবরাহ করার অনুরোধ জানালাম।’ 

ডা. মাশিহুল আলম আরও বলেন, ‘তিনিও (প্রধান চিকিৎসক) দেরি করেননি। শুক্র-শনি এই দুদিন ছুটি থাকলেও এর মাঝেই এই ওষুধগুলো কেনার ব্যবস্থা করে ফেলেছেন এবং সকল ওষুধ আমাদের ফার্মাসিস্ট মোস্তাকের হাতে তুলে দিলেন। আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার এই স্কেবিস রোগের চিকিৎসাসহ সকল ওষুধ রাবি চিকিৎসাকেন্দ্রেই পাবেন। তাই প্রধান চিকিৎসককে ধন্যবাদ জানাতেই হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়