শিরোনাম
◈ সাফারি পার্ক থেকে রিংটেইলড লেমুর চুরি, সীমান্ত হয়ে বিদেশে পাচার: বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় আন্তর্জাতিক সিন্ডিকেট ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২২, ০২:০৭ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২২, ০২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মাস্ক পড়তে হবে পরিবারের সবাইকে

মাস্ক

শাহীন খন্দকার: রাজধানীর ধানমন্ডি সোবহানবাগের সানিয়া গৃহবধু আফরোজ শাপলা গত এক সপ্তহ ধরে ভুগছেন ঠান্ডাজ্বরে। এরই মধ্যে তার মেয়ে কলেজ শিক্ষার্থী দ্বিতীয়ারও দেখা দিয়েছে সর্দিজ¦র। গত কয়েকদিন তারা জ্বর, সর্দি, মাথা ব্যথায় ভুগছেন। মৌসুমি এই ঠান্ডা-জ্বর সর্দি-কাশি চলছে সারা দেশেই।
এ প্রসঙ্গে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সেনাল বলেন,  সর্দিজ¦র থেকে রেহাই পেতে সর্তকতা ছাড়া উপায় নেই। দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। কারণ আমরা সর্তক না, স্বাস্থ্যবিধি মেনে চলছি না। করোনা থেকে রক্ষা পেতে পরিবারের সবাইকে এখন স্বাস্থ্যবিধি মানতে হবে, পড়তে হবে মাস্ক।

ডা. ইকবাল আর্সেনাল আরো বলেন, আমরা সর্দিজ¦রে আক্রান্ত হচ্ছি, অথচ পরীক্ষা করাচ্ছিনা। তবে সর্দিজ¦রে আক্রান্ত হলেই করোনা পরীক্ষা করা উচিত। কেননা সন্দেহজনকভাবে যারাই করোনা পরীক্ষা করাচ্ছেন, তাদেরই করোনা পজেটিভ দেখা যাচ্ছে।

তবে ডা. ইকবাল আর্সেনাল বলেন, সংক্রমণের হার বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে হাত ধোয়ার অভ্যাস করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। তা ছাড়া করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে সবাইকে অবশ্যই দ্রুত টিকা নিতে হবে। 

ডা. আর্সেনাল বলেন, হঠাৎ করোনা সংক্রমণ বাড়ার জন্য ওমিক্রনের দুটি সাব-ভ্যারিয়েন্টকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। 

শ্যামলী ২৫০ শষ্যা টিবি ও অ্যাজমা হাসপাতালের সহকারি পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চাপ পড়ছে নমুনা পরীক্ষায়। যারা আসছেন, তাদের প্রায় সবারই করোনাভাইরাসের মৃদু উপসর্গ রয়েছে। সম্পাদনা : মাজহারুল ইসলাম 

  • সর্বশেষ
  • জনপ্রিয়