শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৪, ০৩:১০ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৪, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌসুমী বৃষ্টি ডেঙ্গুর বিস্তার ঘটাবে বললেন, কীটবিদ কবিরুল আলম

শাহীন খন্দকার: [২] বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি এডিস মশার প্রজননক্ষেত্র বাড়িয়ে ডেঙ্গু পরিস্থিতিকে খারাপ করে তুলতে পারে বলে সতর্ক করেছেন। ডেঙ্গুর বিস্তাররোধে এখন-ই কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

[৩] চলতি মার্চ থেকে (১১এপ্রিল) পর্যন্ত ৭দিন ঢাকায় এবং বিভিন্ন জেলায় বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেছেন, মৌসুমী বৃষ্টি অবশ্যই ডেঙ্গুর বিস্তার ঘটাবে। তাই এডিস মশার বিস্তাররোধে ব্যবস্থার ওপর জোর দিতে বললেন তিনি।

[৪] আরও বলেছেন,এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থান গুলো চিহ্নিতসহ ধ্বংস করতে হবে স্থানীয় সরকারসহ দেশের জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া উচিত। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেছেন, কতৃপক্ষকে অবশ্যই আক্রান্ত রোগীদের ঠিকানা সংগ্রহ করে এডিস ক্লাস্টারগুলো চিহ্নিত করতে হবে। সেই সঙ্গে জনগণকেও সর্তক এবং সচেতন হতে হবে।

[৫] তিনি আরও বলেন,ডেঙ্গু এবং চিকনগুনিয়ার (এডিস মশাবাহিত রোগ) সেরোটাইপগুলো শনাক্ত করণসহ প্রতিরোধের উদ্যোগ নিতে হবে। তবে এজন্য জনগণকেও এগিয়ে আসতে হবে। যত্রোতত্র ডাবের খোসা, চীপস এর প্যাকেট টায়ারসহ ফুলেরটপে যেনো বৃষ্টির পানি জমতে দেওয়া যাবে না। 

[৬] তিনি আরও বলেন, স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন ইতিমধ্যে বলেছেন, তিনি সারাদেশের হাসপাতালগুলোকে ডেঙ্গু রোগীদের সময়মতো চিকিৎসা দিতে প্রস্তুত থাকতে বলেছেন। মশা মারার জন্য আমাদের মানসম্পন্ন কীটনাশক কিনতে হবে।

[৭] আমাদের ভালো চিকিৎসাও দরকার। তিনি একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বলেন, সবার সম্পৃক্ততা এবং সচেতনতা প্রাদুর্ভাব প্রতিরোধে সহায়তা করতে পারে। এদিকে মার্চ মাসে ৩১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ৫ জনের।

[৮] জানুয়ারিতে সর্বোচ্চ ১ হাজার ৫৫ জন আক্রান্ত আর মৃত্যু হয়েছে ১৪ জনের। এছাড়া ফেরুয়ারিতে ৩৩৯ জন মৃত্যু হয়েছে ৩জনের। এপ্রিলে আজ বৃহস্পতিবার ১১ এপ্রিল দেশের কোথাও মৃত্যুর সংবাদ নেই। গতকাল বুধবার পর্যন্ত ৫৯ জন আক্রান্ত হয়েছে সারাদেশে বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের ডিপিএম ই-হেলথ, এম আই এস ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম। 

[৯] কীটতত্ত্ববিদ মঞ্জুর এ চৌধুরী বলেছেন, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে এখনই উপযুক্ত সময়। তিনি আরও বলেন, সংক্রমিত ব্যক্তি হতে যাতে ভাইরাসটি ছড়িয়ে না পরে সেই লক্ষ্যে রোগীদের মশারী ব্যবহার করা উচিত।

[১০] কেননা বর্ষায় ক্লাস্টারগুলো শনাক্ত করা এবং ধ্বংস করা কঠিন হয়ে পড়বে। ডেঙ্গু মশার বিস্তার রোধে জনসচেতনতা মূলক প্রচারণা ও জরুরি। কিন্তু দুঃখজনক এখন ও কোন রকম  প্রচেষ্টা দেখছি না বলে জানালেন মঞ্জুর এ চৌধুরী। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়