জাকারিয়া জাহিদ, কুয়াকাটা: [২] দক্ষিন-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘূনীভূত হয়ে ঘূর্নিঝড় মিগজাউম-এ রূপ নিয়েছে।
[৩] এটি রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টায় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে ১৪৫০ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৪৫০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১৫২৫ কিলোমিটার ও চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৫৭৫ কিলোমিটার দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো।
[৪] আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, দেশের সব সমুদ্র বন্দরকে ০২ নম্বর হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
[৫] এদিকে ঘূর্নিঝড় মিগজাউমের তেমন কোন প্রভাব পড়েনি পটুয়াখালীর উপকূলে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর শান্ত রয়েছে। তবে বেশিরভাগ মাছধরা ট্রলার আলিপুর ও মহিপুর মৎস্য বন্দরে আশ্রয় নিয়েছে।
প্রতিনিধি/একে