শিরোনাম
◈ শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা রয়ে গেছে: রিজভী ◈ রাশিয়া-ন্যাটো উত্তেজনায় আশঙ্কা: ২০২৬ সালের মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিতে ফ্রান্সের হাসপাতালগুলোকে নির্দেশ ◈ এজলাসে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর ◈ তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নিজের, সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাপে নিম্নবিত্ত, অসহায় মধ্যবিত্ত ◈ নাটোর থেকে অপহৃত বিকাশ কর্মীকে টাঙ্গাইল থেকে উদ্ধার, জড়িত ভুয়া পুলিশ আটক ◈ ডিমের ডজন ১৫০ টাকা ছাড়ালেই আমদানির অনুমতি দেবে সরকার ◈ বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ফিফার: আর্জেন্টিনাসহ ছয় দেশকে বড় অঙ্কের জরিমানা ◈ সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় ৪৯তম স্থানে বাংলাদেশের আজিজ খান, সম্পদ ১.১ বিলিয়ন ডলার ◈ বিশ্বকাপও বয়কট কর‌লো পা‌কিস্তান, এই মুহূর্তে ভারতে দল পাঠানো তা‌দের প‌ক্ষে সম্ভব নয়

প্রকাশিত : ২০ জুলাই, ২০২২, ০৮:৩২ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২২, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০ পর্যটন শহর, শীর্ষে দুবাই

দুবাই

এম. মোশাররফ হোসাইন : ‘টিকটক ট্রাভেল ইনডেক্স ২০২২’র জরিপে ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শহর হিসেবে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের নাম।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ ইয়র্কের রাজধানী ও আটলান্টিক সাগরের তীরবর্তী শহর নিউ ইয়র্ক সিটি এবং যুক্তরাজ্যের রাজধানী লন্ডন।

এই জরিপটি পরিচালনা করেছে আন্তর্জাতিক লাগেজ কোম্পানি বাউন্স। বুধবার বিবৃতিতে জরিপের ফলাফল ঘোষণা করে কোম্পানি। সেখানে বলা হয়, বিশ্বের ১৪০ টি শহরের টিকটক ব্যবহারকারীরা এতে অংশ নিয়েছেন। তার মধ্যে ৮১ দশমিক ৮ বিলিয়ন ভিউ (পয়েন্ট) পেয়ে ভ্রমণের জন্য জনপ্রিয় শহরের তালিকায় শীর্ষে উঠেছে দুবাই।

তালিকায় দ্বিতীয় নিউ ইয়র্ক সিটি ও তৃতীয় লন্ডন পেয়েছে যথাক্রমে ৫৯ দশমিক ৫ বিলিয়ন ভিউ এবং ৩৬ দশমিক ৮ বিলিয়ন ভিউ।

‘সম্পদ ও বিলাসব্যসনের প্রতিশব্দ হয়ে ওঠা দুবাই বিশ্বজুড়ে ভ্রমণপ্রেমীদের মন জয় করে নিচ্ছে। ছুটির অবসরে দুবাইয়ে নিজের মতো আরামে সূর্যালোক উপভোগ করতে চান— এমন লোকজনের সংখ্যা প্রতিদিনই বাড়ছে,’ বিবৃতিতে উল্লেখ করে বাউন্স কর্তৃপক্ষ।

বুধবার প্রকাশিত ‘টিকটক ট্রাভেল ইনডেক্স ২০২২’ তালিকায় ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০টি শহরের তালিকা প্রকাশ করা হয়। জরিপে অংশ নেওয়া টিকটক ব্যবহারকারীদের পছন্দের তালিকায় থাকা বাকি ৭ শহর হলো ইস্তাম্বুল (৩৪ বিলিয়ন ভিউ), প্যারিস (৩৩ বিলিয়ন ভিউ), মিয়ামি (২৪ দশমিক ৬ বিলিয়ন ভিউ), লস অ্যাঞ্জেলেস (২০ দশমিক ৮ বিলিয়ন ভিউ), শিকাগো (১৭ দশমিক ৯ বিলিয়ন ভিউ), টরন্টো (১৭ দশমিক ১ বিলিয়ন ভিউ) এবং মাদ্রিদ (১৬ বিলিয়ন ভিউ)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়