শিরোনাম
◈ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত ◈ ৯/১১ হামলার ২৪ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে শোক ও শ্রদ্ধা ◈ ৩৩ বছর পর ভোট জাকসুতে—ভিপি, জিএস, এজিএসসহ ২৫ পদে লড়ছেন ১৭৭ প্রার্থী ◈ নরসিংদীতে তুচ্ছ ঘটনায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ◈ চিঠি লিখে ভারতকে একহাত নিলেন নেপালের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ◈ লাইফ সাপোর্টে ফরিদা পারভীন ◈ এ‌শিয়া কাপ, ৪ ওভার ৩ বল খে‌লে আরব আ‌মিরাত‌কে হারা‌লো ভারত ◈ আগুন জ্বলে উঠতে পারে ভারতেও, শিবসেনা নেতার সতর্কতা ◈ অবশেষে খোঁজ মিললো ক্ষমতাচ্যুত নেপালি প্রধানমন্ত্রীর ◈ ডাকসু নির্বাচন: শিবিরকে অভিনন্দন জানিয়ে দেয়া পোস্ট সরিয়ে ফেললো পাকিস্তান জামায়াত!

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৪, ০৯:০২ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৪, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বশেমুরকৃবিতে‌ বিশ্ব বন দিবস পালিত

এ এইচ সবুজ, গাজীপুর: [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) পালিত হয়েছে বিশ্ব বন দিবস। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের আয়োজনে পালিত হলো বিশ্ব বন দিবস। দিবসের কর্মসূচির মধ্যে ছিল, র‌্যালি, আলোচনা, অগ্নি নির্বাপন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা কৌশল রপ্ত। 

[৩] র‌্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে অগ্নি নির্বাপন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের শুরুতেই বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থপনা ও বনাঞ্চল সম্পর্কে একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। 

[৪] প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া বলেন, প্রতিটি সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ অপরিহার্য। আর এ পরিবেশের অন্যতম উপাদান হচ্ছে প্রকৃতি, গাছপালা ও বনাঞ্চল। সুস্থ্য ও সুন্দর জীবনযাপনের প্রয়োজনে প্রকৃতিকে সংরক্ষণ ও বাঁচিয়ে রাখতে এবং সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। 

[৫] তিনি আরো বলেন, দেশের প্রতিটি বাড়ী ও আবাসস্থলকে এক একটি পরিবেশ বান্ধব খামারে রূপান্তরের মাধ্যমে জলবায়ূ ও আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে আমরা প্রাণীকূলকে রক্ষা করতে পারি। বক্তব্য শেষে তিনি বিশ্ব বন দিবস ও অগ্নি নির্বাপন এবং দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

[৬] ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের ডীন, প্রফেসর ড. মো: মাইন উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স গাজীপুরের ওয়্যার হাউজ ইনস্ট্রাকটর আমিনুল ইসলাম। 

[৭] প্রশিক্ষণ শেষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অগ্নি নির্বাপন কৌশল রপ্ত ও এর ব্যবহারিক প্রয়োগ সরেজমিন প্রদর্শন করা হয়। দিবসের সকল কর্মসূচিতে অনুষদের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়