শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:৫৭ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অ্যানিমেল’র গ্লোবাল সংস্করণ মুক্তি পাবে না বাংলাদেশে

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বলিউডের ‘এ’ গ্রেড সার্টিফিকেট প্রাপ্ত অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত চলচ্চিত্র ‘অ্যানিমেল’। মুক্তির প্রথম চারদিনেই বিশ্বব্যাপী সোয়া ৪০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাওয়ার কথা ছিলো । কিন্তু সময়মতো সব কাগজপত্র ঠিক করতে না পারায় ওইদিন মুক্তি পায়নি ছবিটি।

[৩] এবার জানা গেলো বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে রণবীর কাপুর অভিনীত এ চলচ্চিত্রটি। তবে সেটি ‘অ্যানিমেল’র গ্লোবাল সংস্করণ (বিশ্বব্যাপী প্রদর্শনের জন্য) নয়। সে হিসেবে দেশের দর্শক সিনেমাটির গ্লোবাল সংস্করণ দেখতে পাবে না। বাংলাদেশে মুক্তি পাবে ইউএই সংস্করণ (সংযুক্ত আরব আমিরাত বা আরব দেশে প্রদর্শনের জন্য)।

[৪] আগামী ৮ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’। তবে এর আগের দিন দেশের মাল্টিপ্লেক্সে চলবে সিনেমাটি। বিষয়টি জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু।

[৫] তিনি জানিয়েছেন, দেশে গ্লোবাল সংস্করণের বদলে ইউএই সংস্করণ মুক্তি পাবে। ফলে এখানের দর্শকরা আন্তর্জাতিক ভার্সনের চেয়ে প্রায় ৩০ মিনিট কম দেখতে পাবে।

[৬] ‘অ্যানিমেল’ মুক্তির পর বিশ্বব্যাপী বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। আরও রয়েছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ। সম্পাদনা : সমর চক্রবর্তী


এসসিডি/এসসি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়