শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৬:০৮ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অ্যানিমেল’-এ আপত্তি নেই ১৯ সংগঠনের

শিমুল চৌধুরী ধ্রুব: [২] মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র ‘অ্যানিমেল’। মুক্তির পর বক্স অফিসে সুনামির বেগে ঝড় তুলেছে চলচ্চিত্রটি। ছবিটি শনিবার ভারতে প্রায় ৬৬ কোটি রুপি আয় করেছে। দুই দিনের ভারতে মোট আয় ১৩০ কোটি রুপি। যার বিশ্বব্যাপী আয় ২৩৬ কোটি রুপি। সূত্র: স্যাকনিল্ক

[৩] এদিকে, একইদিনে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল বাংলাদেশেও। কিন্তু কিছু জটিলতার কারণে সিনেমাটি দেশে মুক্তি পায়নি। তবে বাংলাদেশে ছবির মুক্তিতে চলচ্চিত্রের ১৯ সংগঠনের কোনো আপত্তি নেই বলে জানা গেছে। রোববার (৩ নভেম্বর) দুপুরে চলচ্চিত্রের ১৯ সংগঠনের এক সভায় এ সিন্ধান্ত হয়।

[৪] বিষয়টি জানিয়েছেন সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন, চলচ্চিত্র শিল্পী সমিতির নেত্রী নিপুণ আক্তার ও চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক মোহাম্মদ ইকবাল। তারা তিনজনই চলচ্চিত্রের ১৯ সংগঠনের সভায় উপস্থিত ছিলেন।  

[৫] এ বিষয়ে অনন্য মামুন বলেন, বাংলাদেশে কোনও হিন্দি সিনেমা মুক্তি দিতে চলচ্চিত্রের ১৯ সংগঠনের ‘অনাপত্তি সনদ’ লাগে। তাদের আবেদনেই সরকার সিনেমাটি দেশে মুক্তির অনুমতি দিয়েছে। তবে একটা অভিযোগ ছিল যা আজ শেষ হলো।

[৬] সিনেমাটি শিশুদের জন্য নয় বলে জানা গেছে। ভারতের সেন্সর বোর্ড থেকে ‘এ’ সার্টিফিকেট প্রদান করা হয়। শুধু তাই নয়, ববি দেওলের ঘনিষ্ঠ দৃশ্য বাদ ও কিছু সংশোধনও দেওয়া দেওয়া হয়। বাংলাদেশে মুক্তির ক্ষেত্রে এ বিষয়ে কোনও জটিলতা আসতে পারে কিনা? এমন প্রশ্নের উত্তরে মামুন বলেন, আমাদের সেন্সর বোর্ডের সদস্য যারা আছেন তারা সিন্ধান্ত দেবেন কতটুকু কাটিং দেবে, কতটুকু চলবে। আবার ব্যাপারটা এমন না, আরেকটি দেশের সেন্সর সার্টিফিকেট দিয়ে তো আমাদের দেশে সিনেমা চলে না। আমাদের সেন্সর বোর্ড তাদের মতো সেন্সর দেবে।

[৭] তিনি আরও জানান, বাংলাদেশে সেন্সর ছাড়পত্র পেলেই ওই দিনই সিনেপ্লেক্সে মুক্তি দেওয়ার চেষ্টা করবেন।

[৮] এর আগে মামুন জানিয়েছিলেন, সোমবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বালিউডের ‘অ্যানিমেল’ নামের সিনেমাটি। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়