শিরোনাম
◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ 

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৮:৫১ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৮:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব ও মাশরাফি আমার ভালো বন্ধু: ফেরদৌস

শিমুল চৌধুরী ধ্রুব: [২] প্রথমবার সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন অভিনেতা ফেরদৌস। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকার মাঝি হয়ে লড়বেন তিনি। তার মতো নৌকার প্রার্থী হিসেবে এবার নির্বাচন করবেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মাগুরা-১ আসন থেকে নৌকার মাঝি হয়েছেন তিনি। সূত্র: আনন্দবাজার

[৩] এই দুইজন ভিন্ন দুই জগতের তারকা হলেও তাদের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন ফেরদৌস। নির্বাচন প্রসঙ্গে সাকিবের সঙ্গে কথা হয়েছে কি না এমন প্রশ্নে অভিনেতা বলেন, এখনও কথা হয়নি। এমনিতেই আমরা খুব ভালো বন্ধু। সাকিব বর্তমানে নিশ্চয়ই ওর কেন্দ্রে কাজ নিয়ে ব্যস্ত।

[৪] ফেরদৌস বলেন, মাশরাফিও আমার খুব ভালো বন্ধু। জাতীয় দলের দুই ক্যাপ্টেনই এখন জনপ্রতিনিধি হতে চলেছেন, এটা ভেবেই ভীষণ গর্ববোধ করছি। আশা করছি ওদের দু’জনের সঙ্গেই দ্রুত দেখা হবে।

[৫] ভোটের ময়দানে তারকা প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, মানুষটি ইতোমধ্যেই তৈরি। তাকে সকলে চেনেন। তার কাজ নিয়েও সকলের একটা ধারণা থাকে। তাই অনেকটাই সুবিধা হয়। কলকাতাতেও তো অনেকেই অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে রয়েছেন। আমি যদি অন্যায়ের পথে যাই, তাহলে নিশ্চয়ই আমাকে নিয়ে সমালোচনা শুরু হবে। কিন্তু আমি ভালো কাজ করলে নিশ্চয়ই তখন আর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবে না। আসলে উদাহরণ দেওয়া খুব সহজ, কিন্তু উদাহরণ হয়ে ওঠা খুব কঠিন। আর আমি সবসময়েই চেয়েছি উদাহরণ হতে। সম্পাদনা: এল আর বাদল

এসসিডি/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়