শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৮:২৮ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোট দিতে পারবেন না ববি!

শিমুল চৌধুরী ধ্রুব: [২] আগামী ৭ জানুয়ারি দেশে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারের নির্বাচনে ভোটার হিসেবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। নির্বাচনের আগেই অস্ট্রেলিয়ায় উড়াল দেবেন তিনি। সেখানে তার মা ও বোন থাকেন। তাদেরই সঙ্গে দেখা করতে যাবেন। ফলে ৭ জানুয়ারি দেশে থাকা হচ্ছে না নায়িকার। 

[৩] এ বিষয়ে ববি জানান, আগামী ৩ জানুয়ারি এক মাসের জন্য অস্ট্রেলিয়া যাবেন। সেখানে তার মা ও বোন থাকেন। দুই মাস আগে বিমানের টিকিট কনফার্ম করেছিলেন। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না।

[৪] নির্বাচনের সময় দেশে থাকতে পারবেন না বলে মন খারাপ এই নায়িকার। এ বিষয়ে তিনি বলেন, ‘ভোট দেওয়া নাগরিক অধিকার। কোনোভাবেই সেটা মিস করা উচিত নয়। তবে কিছু করার নেই। দুই মাস আগে টিকিট কেটেছিলাম। তখন নির্বাচনী তফসিলও ঘোষণা করা হয়নি। যদি তখন জানতে পারতাম তাহলে এক সপ্তাহ পিছিয়ে টিকিট নিতে পারতাম। যাইহোক, এটি আমার জন্য দুর্ভাগ্য।’

[৫] প্রথমবারের মতো সংসদ নির্বাচনে চিত্রনায়ক ফেরদৌস মনোনয়ন পাওয়ায় তাকে শুভ কামনা জানিয়েছেন ববি। নায়িকা বলেন, ‘আমাদের চলচ্চিত্রের সবচেয়ে ভদ্র মানুষ ফেরদৌস ভাই। তার মতো ব্যক্তিত্ববান কারো সংসদ সদস্য হওয়া উচিত। ফেরদৌস ভাইকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ সভানেত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

[৬] ববিকে সবশেষ দেখা গেছে ‘ময়ূরাক্ষী’ সিনেমায়। যেখানে তার বিপরীতে কাজ করেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়