শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৮:২৮ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোট দিতে পারবেন না ববি!

শিমুল চৌধুরী ধ্রুব: [২] আগামী ৭ জানুয়ারি দেশে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারের নির্বাচনে ভোটার হিসেবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। নির্বাচনের আগেই অস্ট্রেলিয়ায় উড়াল দেবেন তিনি। সেখানে তার মা ও বোন থাকেন। তাদেরই সঙ্গে দেখা করতে যাবেন। ফলে ৭ জানুয়ারি দেশে থাকা হচ্ছে না নায়িকার। 

[৩] এ বিষয়ে ববি জানান, আগামী ৩ জানুয়ারি এক মাসের জন্য অস্ট্রেলিয়া যাবেন। সেখানে তার মা ও বোন থাকেন। দুই মাস আগে বিমানের টিকিট কনফার্ম করেছিলেন। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না।

[৪] নির্বাচনের সময় দেশে থাকতে পারবেন না বলে মন খারাপ এই নায়িকার। এ বিষয়ে তিনি বলেন, ‘ভোট দেওয়া নাগরিক অধিকার। কোনোভাবেই সেটা মিস করা উচিত নয়। তবে কিছু করার নেই। দুই মাস আগে টিকিট কেটেছিলাম। তখন নির্বাচনী তফসিলও ঘোষণা করা হয়নি। যদি তখন জানতে পারতাম তাহলে এক সপ্তাহ পিছিয়ে টিকিট নিতে পারতাম। যাইহোক, এটি আমার জন্য দুর্ভাগ্য।’

[৫] প্রথমবারের মতো সংসদ নির্বাচনে চিত্রনায়ক ফেরদৌস মনোনয়ন পাওয়ায় তাকে শুভ কামনা জানিয়েছেন ববি। নায়িকা বলেন, ‘আমাদের চলচ্চিত্রের সবচেয়ে ভদ্র মানুষ ফেরদৌস ভাই। তার মতো ব্যক্তিত্ববান কারো সংসদ সদস্য হওয়া উচিত। ফেরদৌস ভাইকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ সভানেত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

[৬] ববিকে সবশেষ দেখা গেছে ‘ময়ূরাক্ষী’ সিনেমায়। যেখানে তার বিপরীতে কাজ করেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়