শিমুল চৌধুরী ধ্রুব: [২] রাজনীতির বাইরে তার আরেকটি প্রতিভা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির, আর তা হলো লেখালেখি। মাঝেমধ্যেই কবিতা লেখেন তিনি, লিখেছেন বেশ কিছু গানও। তবে এবার তার গান এসেছে প্রকাশ্যে। গানটির শিরোনাম ‘গারবো’। এটি গেয়েছেন তরুণ গায়িকা ধ্বনি ভানুশালি। যিনি ‘ভাস্তে’ গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন। শারদীয়া নবরাত্রি উৎসব উপলক্ষে গানটি প্রকাশ করেছে জাস্ট মিউজিক নামের একটি প্রতিষ্ঠান। সূত্র: বলিউড হাঙ্গামা
[৩] বিশেষ এই গান নিয়ে এক্সে (টুইটার) নরেন্দ্র মোদি লিখেছেন, ‘অনেক ধন্যবাদ ধ্বনি ভানুশালি, তানিস্ক বাগচী এবং জাস্ট মিউজিকের গোটা টিমকে। ভীষণ ভালো লাগলো গারবার এই নতুন ভার্সন। আমি বহু বছর আগে যে গান লিখেছিলাম, সেটা আপনারা দারুণভাবে অ্যারেঞ্জ করেছেন। বহু বছর আমি কিছু লিখিনি। কিন্তু গত কয়েক দিনে আমি নতুন একটা গারবা লিখেছি। নবরাত্রির সময় সেটা শেয়ার করব।’
[৪] ‘গারবা’ মূলত গুজরাটের ঐতিহ্যবাহী নাচের নাম। নরেন্দ্র মোদীর লেখা ‘গারবো’ শিরোনামের এ গানে উৎসবের আমেজ বাড়িয়ে দিতে ঐতিহ্য আর নৃত্যের আশ্রয় নিয়েছেন সংগীত পরিচালক তানিস্ক বাগচী।
[৫] গায়িকা ধ্বনি ভানুশালি তার এক্স পোস্টে লিখেছেন, ‘শ্রদ্ধেয় নরেন্দ্র মোদি, আপনার লেখা এই গারবা গানটি ভীষণ পছন্দ হয়েছে। আমরা একদম নতুন রিদমে একটি ভিন্ন স্বাদের গান বানাতে চেষ্টা করেছি।’
[৬] প্রযোজনা প্রতিষ্ঠান জাস্ট মিউজিকের মালিক অভিনেতা-প্রযোজক জ্যাকি ভগনানি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই অসাধারণ, স্মরণীয় গানে যুক্ত হতে পারা সত্যিই গৌরব ও আনন্দের। ‘গারবো’ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি।’ সম্পাদনা: তারিক আল বান্না
এসসিডি/টিএবি/এনএইচ