মনিরুল ইসলাম: [২] কথাশিল্পী সেলিনা হোসেনের উপন্যাসের প্রেক্ষাপটে চিত্রায়িত হয়েছে চলচ্চিত্রটি। প্রযোজনা ও পরিচালনা হাবিবুল ইসলাম হাবিব।
[৩] বরেণ্য গীতিকার আসিফ ইকবালের কথায় এবং পিন্টু ঘোষের সুরে এই ছবিতে এবার গান গাইলেন মমতাজ বেগম। জানালেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব।
[৪] তিনি বলেন, দেশসেরা শিল্পীদের ছবি যাপিত জীবন। ‘নসিব যেথা নিয়া চলে, আমি সেথা যাই’ শিরোনামে একটি গানে প্লেব্যাক করেছেন মমতাজ।
[৫] তিনি আরও জানান, শুটিং সমাপ্ত। ডাবিং শেষ। এডিটিং চলছে। কালার হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) হবে। এরপর সেন্সরে জমা দেওয়া হবে। দর্শকদের ছবি ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন পরিচালক।
[৬] এই ছবির শিল্পীরা হলেন, আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, আশনা হাবিব ভাবনা, মৌসুমী হামিদ, রওনক হাসান, ইমতিয়াজ বরষণ, ডলি জহুর, আজাদ আবুল কালাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত,কাজী হায়াত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। সম্পাদনা: এল আর বাদল
এমআই/এলআরবি