শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৭ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হলিউডের ব্ল্যাঙ্ক চেক ফিরিয়ে দিয়েছেন ‘জওয়ান’ নির্মাতা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] শাহরুখ খান অভিনিত বলিউড সিনেমা ‘জওয়ান’ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে। এটি এখন ভারতে সবথেকে বেশি আয় করা হিন্দী সিনেমাও। এ ছবিটি নির্মাণ করেছেন হিট মেশিন খ্যাত দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার। 

[৩] কিছুদিন আগে ‘জওয়ান’-এর সংবাদ সম্মেলনে অ্যাটলি জানিয়েছিলেন, সিনেমাটি নির্মাণের আগে প্রযোজকদের কেউ তাকে ভরসা করে ৩০ কোটি রুপিও দিতে চাইতেন না। কিন্তু প্রথমবারেই তাকে ভরসা করে ৩০০ কোটির প্রযোজনা করেন শাহরুখ খান। সেই টাকা লাভসমেত ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন অ্যাটলি। এবার তার ডাক পড়েছে হলিউডে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

[৪] জানা গেছে, অ্যাটলিকে বারবার অনুরোধ করা হচ্ছে হলিউডে গিয়ে সিনেমা বানাতে। কয়েকজন নাকি তাকে ব্ল্যাঙ্ক চেকও পাঠিয়েছেন। তবে সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অ্যাটলি। কেননা ব্যক্তিগত কিছু নীতি মেনে চলেন এই নির্মাতা। সেসবের বাইরে গিয়ে কাজ করতে নারাজ তিনি। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৫] এক সাক্ষাৎকারে অ্যাটলি জানিয়েছেন, ‘জওয়ান’ সিনেমায় হলিউডের বেশ কজন কুশলী কাজ করেছেন। অ্যাকশন পরিচালক ছিলেন হলিউডের। সিনেমায় আগুনের মাঝখান থেকে শাহরুখের বেরোনোর দৃশ্যের পর অ্যাটলির ভাবনাচিন্তা দেখে সেই অ্যাকশন ডিরেকটর বলেন, তার হলিউডে কাজ করা উচিত। কিন্তু পরিচালক অ্যাটলি জানিয়েছেন, টাকা পয়সা নয়, তার প্রয়োজন ভালোবাসা।

[৬] অ্যাটলি বলেন, ‘কেউ এসে যদি বলেন, আমি আপনাকে ভালোবাসি, আপনার কাজ ভালোবাসি, আমি সত্যিই তার সঙ্গে কাজ করব। কিন্তু কেউ টাকার গরম দেখালে সেই প্রস্তাব ফিরিয়ে দেব। অতীতে অনেক কাজের প্রস্তাব ফিরিয়েছি। ভালোবাসা ছাড়া অন্য কিছুরই বিশেষ মূল্য নেই আমার কাছে। আমি ভালোবাসা ছাড়া কোনো কিছুই সৃষ্টি করতে পারি না।’ সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়