শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:২৯ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন তিন সিনেমায় সুষমা সরকার

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বিশ বছরেরও বেশি সময় ধরে মঞ্চ ও টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন সুষমা সরকার। পাশাপাশি কিছু চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। সম্প্রতি নতুন ৩ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বর্তমানে গাইবান্ধায় অবস্থান করছেন সুষমা। জানা গেছে, সেখানে ‘ভোর’ নামের মুক্তিযুদ্ধভিত্তিক একটি সিনেমার শুটিং এ অংশ নিচ্ছেন তিনি। সরকারি অনুদানে তৈরি হচ্ছে সিনেমাটি। আমিনুর রহমান খান পরিচালিত এই সিনেমার শুটিং চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। 

[৩] এ প্রসঙ্গে সুষমা সরকার আমাদের সময় ডট কমকে বলেন, ‘নতুন তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এই তিন সিনেমায় তিন রকম চরিত্রে দেখা যাবে আমাকে। এখন গাইবান্ধায় ‘ভোর’ সিনেমার শুটিং করছি। বেশ ভালো একটি গল্প, আবেগের গল্প ভোর। এছাড়া, হাসান আজিজুল হক স্যারের প্রবন্ধ অবলম্বনে যে সিনেমা করছি, এটা আসলেই অন্যরকম। এরকম একজন বিখ্যাত লেখকের লেখা নিয়ে কাজ করাটাও ভীষণ আনন্দের।'

[৪] হাসান আজিজুল হকের প্রবন্ধ অবলম্বনে নির্মিতব্য সিনেমাটির নাম ‘একাত্তর করতলে ছিন্নমাথা’। এটিও মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা। সরকারি অনুদানে নির্মিত এই চলচ্চিত্রের ফার্স্ট লটের শুটিং শেষ হয়েছে ইতোমধ্যেই। রফিকুল আনোয়ার রাসেল পরিচালিত এ সিনেমায় সুষমা অভিনয় করেছেন জাহান চরিত্রে। তার এই চরিত্রের মধ্য দিয়ে ১৯৭১ সালে একটি মেয়ের জীবনযাত্রা কেমন ছিল, তা দেখানো হবে।

[৫] এছাড়া রায়হান খান পরিচালিত ‘পায়েল’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সুষমা। তা ছাড়া ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ছায়া’ সিনেমার শুটিং ও ডাবিং শেষ করেছেন কয়েক মাস আগে। সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। অন্যদিকে, নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ সিনেমাটিও রয়েছে মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়