শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৩, ০৮:৩৬ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৩, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গর্ভাবস্থায় সন্তানকে ‘স্তন পান’ রিহানার, ছবি ভাইরাল

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ছোটো থেকেই সন্তানকে বোতলে করে দুধ পান করান বেশিরভাগ মায়েরা। যাতে চাকরি সূত্রে বা কর্মসূত্রে মায়েরা সারাদিন বাইরে থাকলেও কোনও অসুবিধা না হয় সন্তানদের। আবার অনেকে নিজের শরীরের ‘সেপ’ ঠিক রাখতে বাচ্চাকে স্তনপানের অভ্যাস করান না। যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক দেশেই বাচ্চাদের স্তন পান করানোর বিষয়টি এখন প্রায় উঠেই গেছে বলা চলে।

তবে সম্প্রতি কিছু ভিন্ন চিত্রও উঠে আসছে। কিছু তারকাই সন্তানকে স্তন পান না করানোর এই আধুনিক ‘ট্যাবু’ ভাঙছেন। আবার সেই চিত্র তুলে ধরছেন সামাজিক মাধ্যমেও। এমন চিত্র ইদানিং বেশি দেখা যাচ্ছে হলিউড ও বলিউড ইন্ডাস্ট্রিতে। তেমনি সন্তানকে স্তনপান করানোর ছবি তুলে সামাজিক মাধ্যমে তাক লাগিয়ে দিলেন আন্তর্জাতিক পপস্টার রিহানা। যিনি সর্বদা সমাজের ট্যাবু ভাঙতেই বিশ্বাসী, এবং নিজের মতো করে বাঁচতেও অভ্যস্ত। সূত্র: রিহানার ইন্সটাগ্রাম

নয় মাস আগেই পুত্র সন্তানের মা হয়েছেন রিহানা। এরই মধ্যে আবারো মা হতে চলেছেন তিনি। ৯ মাসের সন্তানকে ‘ব্রেস্টফিড’ করানোর ছবি পোস্ট করে জানালেন নতুন করে মা হওয়ার তথ্য। এই খবরে যেমন চমকে গিয়েছেন সবাই, তেমনি রিহানার এমন ট্যাবু ভাঙ্গা ছবি দেখেও মুগ্ধ হয়ে গেছেন ভক্তরা। ইতোমধ্যে ছবিগুলো ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।

মূলত একটি অন্তর্বাস ব্র্যান্ডের প্রচারণার উদ্দেশেই ছবিগুলো তোলা হয়েছে। যেখানে দেখা গেছে, ছেলেকে জড়িয়ে ধরে বসে আছেন এই পপস্টার। আর ব্র্যান্ডেটির অন্তর্বাস পরে ছেলেকে স্তনপান করাচ্ছেন রিহানা। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, ‘আপনার বাচ্চাকে স্তনপান করানোর জন্য উপযুক্ত অন্তর্বাস।’

রিহানার এমন ছবির মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা। একজন মন্তব্য করেছেন, ‘তিনি সর্বদা মা হতে পছন্দ করেন, এটি খুব সুন্দর!’ আরেক নেটিজেন লিখেছেন, ‘সন্তানকে স্তন পান করানোর মতো সুন্দর দৃশ্য আর হতে পারে না।’ সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়