শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৮:১৩ রাত
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসামাল অভিনেতার গাড়ির চাকায় পিষ্ট হয়ে আরেক অভিনেতার মৃত্যু

শিমুল চৌধুরী ধ্রুব: গত বৃহস্পতিবার রাত ১১টা ৫৩ মিনিটে চেন্নাইয়ের আরকট রোডে বাইকে করে ঘরে ফিরছিলেন তামিল অভিনেতা সরণ রাজ। সে সময় পেছন থেকে একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকে ধাক্কা মারে। এতে তিনি ছিটকে পরে ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। চার চাকার গাড়িটি চালাচ্ছিলেন সরণের সিনিয়র অভিনেতা পালানিয়াপ্পন (৪১)। জানা গেছে তিনি সেসময় মদ্যপ অবস্থায় ছিলেন। সূত্র: হিন্দুস্থান টাইমস

মাদুরাভয়ালের বাসিন্দা ২৯ বছর বয়সী সরণ অভিনয়ের পাশাপাশি সহকারী পরিচালক হিসেবেও কাজ করতেন। চাঞ্চল্যকর এই ঘটনায় স্তব্ধ গোটা তামিল ইন্ডাস্ট্রি। ঘটনায় অভিযুক্ত পালানিয়াপ্পনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে চেন্নাই পুলিশ। দুর্ঘটনার সময় পালানিয়াপ্পনের সঙ্গে থাকা আরও এক ব্যক্তিকেও হেফাজতে নিয়েছে তারা। পুলিশ জানিয়েছে, তারা একটি পার্টি সেরে বাড়ি ফিরছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুর্ঘটনার পর একটি পোস্টে ধাক্কা মারে গাড়িটি, এরপর সেটি থেমে যায়। ইতোমধ্যেই পালানিয়াপ্পনের বিরুদ্ধে মামলা হয়েছে, চলছে তদন্ত। সূত্র: টিভি নাইন

পুলিশ আরো জানায়, নিহত সরণ ও তাকে ধাক্কা দেয়া গাড়ির চালক শুধু এক ইন্ডাস্ট্রিতে কাজ করেন এমনই নয়, তাদের মধ্যে ভালো সম্পর্কও ছিল। সূত্র: জি নিউজ

এদিকে প্রয়াত সরণের পরিবারের পক্ষ থেকে পালানিয়াপ্পনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। গণমাধ্যমে পরিবারের এক সদস্য জানান, পার্টি শেষে মদ্যপ পালানিয়াপ্পনকে বাড়ি পৌঁছে দিতে অস্বীকার করেছিল সরণ, তাই ইচ্ছাকৃতভাবে ওকে খুন করা হয়েছে। সম্পাদনা এল আর বাদল

এসএইচডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়