শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৭:৫১ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিপুণকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জায়েদ খানের

নিপুণ রায় - জায়েদ খান

শিমুল চৌধুরী ধ্রুব: চিত্রনায়িকা নিপুণ আক্তারকে শিল্পী সমিতির ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন জায়েদ খান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে পুলিশের সন্ত্রাসবাদ ও উগ্রবাদ বিরোধী জনসচেতনতা মূলক পথনাটক ‘মুখোশ’ প্রদর্শনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সূত্র: সময় টিভি

জায়েদ খান বলেন, ‘একটা মানুষ অবৈধ, অগণতান্ত্রিক, অনির্বাচিত, সে জোড় করে যদি সেক্রেটারি হয়, কিছু করার নাই। ভোটে শিল্পীদের স্বাধীন মতামতে ১৭৬ ভোটে আমি নির্বাচিত হয়েছি। আর আমার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৬৩ ভোট। তারপরেও তিনি জোড় করে বসছেন। মারামারি করতে যাইনি এটা নিয়ে, মেয়েদের সাথে নিশ্চই মারামারি করা সাজেনা।’ সূত্র: আরটিভি 

চিত্র নায়িকা নিপুণের জন্মদিনে তাকে আপনি কি বার্তা দিতে চান ? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জন্মদিনে একটা বার্তা দিতে চাই, পরিচ্ছন্ন থাকা উচিত। জোড় করে চেয়ারে বসে, মানুষের যে ভালবাসা, এটুকু নষ্ট করা উচিত না। একজন শিল্পী হিসেবে অবশ্যই তাকে শুভেচ্ছা জানাবো। তার সঙ্গে অভিনয়ও করেছি।’

তিনি বলেন, ‘ভোটে আমি শিল্পীদের অভিভাবক। চেষ্টা করেছি শিল্পীদের সেবক হতে। আমার সময় শিল্পী সমিতির আলাদা একটা আওয়াজ ছিল। সব শিল্পীদের একত্র করে, সিনিয়র-জুনিয়র নিয়ে আমি বিভিন্ন ধরনের মিলন মেলা করেছি। আজকে সেটা কিন্তু বন্ধ।’

এছাড়া জায়েদ খান আরও বলেন, ‘বেআইনী, অগঠনতান্ত্রিক, অনির্বাচিত হয়ে চেয়ারে বসা একজন শিল্পীর জন্য অপমানজনক, এটা লজ্জাজনক ও ঘৃন্য কাজ। এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত। নিজে যে পরাজিত সেটা মেনে, যিনি জয়ী তাকে তার ফুল দিয়ে বরন করা উচিত।’ সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসএইচডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়