শিমুল চৌধুরী ধ্রুব: সম্প্রতি অভিনেতা শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের কিছু আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে। এরপর শুরু হয় আলোচনা-সমালোচনা। যা এখনো চলমান। এই বিতর্ক নিয়ে একাধিকবার কথাও বলেছেন তিনি। কিন্তু তাতেও থামেনি বিতর্ক। ব্যক্তিগত জীবন নিয়ে এমন আলোচনায় বেশ বিব্রত এই অভিনেত্রী। আর তাই সবার উদ্দেশ্যে তিনি বলেছেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না করে তার কাজকেই বেশি প্রাধান্য দিতে।
তার এমন আহবানে সাড়া না পেয়ে এবার ফেসবুক থেকে নিজের অ্যাকাউন্টই মুছে দিলেন তিনি। তবে তার পেজ এখনও সচল রয়েছে। ছবি-ভিডিও ফাঁসের পরের দিনই অবশ্য তিনি তার অ্যাকাউন্টটি লক করে রেখেছিলেন।
এদিকে, আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে সুনেরাহ অভিনীত সাইবার ক্রাইম থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। দিপংঙ্কর দীপন পরিচালিত এ সিনেমায় তিনি ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম প্রমুখ।
স্বাভাবিকভাবেই এই সিনেমার শিল্পী ও কলাকুশলিরা প্রচারণায় ব্যস্ত রয়েছেন। এরমধ্যে সুনেরাহর ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলায় প্রচারে ঘাটতি হতে পারে বলেও মনে করছেন অনেকে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
এসসিডি/এসএইচবি/এএ