শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৫:৪৮ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীমণির বিরুদ্ধে মাদক মামলা বাতিল চেয়েছেন আইনজীবীরা

শিমুল চৌধুরী ধ্রুব: পরীমণির বাসা থেকে জব্দকৃত ৭ বোতল মদ আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে নিয়ে গিয়েছিল, এমন যুক্তিসহ মামলার এজাহার ও চার্জশিটের গড়মিলের মতো চার কারণ তুলে ধরে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলা বাতিল চেয়েছেন তার আইনজীবীরা। বিচারপতি মোস্তফা জামান ইসলামের দ্বৈত বেঞ্চে বৃহস্পতিবার (৮ জুন) মামলা বাতিল সংক্রান্ত রুলের শুনানি শুরু হয়। এসময় আইনজীবীরা চারটি যুক্তি উপস্থাপন করে এ মামলা বাতিল চেয়েছেন। সূত্র: যমুনা টিভি

শুনানিতে পরীমণির আইনজীবীরা বলেন, আটকের ২৩ ঘণ্টা পর তার বিরুদ্ধে মামলা করা হয়, যা অবিশ্বাস্য। জব্দকৃত মাদকে অ্যালকোহলের মাত্রা ৪০ শতাংশ বলা হলেও কেমিক্যাল রিপোর্টে বলা হয় ১১ থেকে ১২ শতাংশ। এছাড়া তার গাড়িতে মাদক আনা-নেওয়া হয়, সে বিষয়টিও গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন তার আইনজীবীরা। সূত্র: সময় টিভি

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ২০২০ সালের জুনে মাদক সেবনের লাইসেন্সের মেয়াদ শেষ হয় পরীমণির। ঘটনাটি ঘটেছে একবছরেরও বেশি সময় পর। এক্ষেত্রে উদ্দেশ্যপ্রণোদিত মামলা বলার সুযোগ নেই। এসব যুক্তি-তর্ক উপস্থাপনের পর আগামী ১৫ জুন দিন পরবর্তী শুনানির জন্য ধার্য করেছেন হাইকোর্ট। 

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেসময় এই অভিনেত্রীর বাসা থেকে মাদক উদ্ধারের দাবি করে তারা। পরে মাদক মামলায় পরীমণিকে গ্রেপ্তার করা হয়। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এসসিডি/এমআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়