শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৮:২১ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংহাই উৎসবে লড়বে যেসব ইরানি ছবি

রাশিদ রিয়াজ: ২৫তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানি পরিচালকদের আরও ছয়টি সিনেমা প্রদর্শিত হবে। এর আগের ৫টি সিনেমা প্রদর্শনের কথা জানানো হয়। “তৃতীয় বিশ্বযুদ্ধ”, “লীলার ভাই”, “সেন্ট অফ উইন্ড” এবং “নো বিয়ার”-কে ভিভা লা ফেস্টিভাল বিভাগে প্রদর্শনের জন্য বাছাই করা হয়েছে। উৎসবের এই বিভাগটিতে বিশ্বের সাম্প্রতিক পুরস্কারপ্রাপ্ত বা মনোনীত চলচ্চিত্রগুলির পর্যালোচনা করা হয়।

হুমান সেয়েদি পরিচালিত ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ ছিল ২০২৩ সালের অস্কারে ইরানের জমা দেওয়া চলচ্চিত্র।
এর আগে জানানো হয়, চীনের ২৫তম সাংহাই চলচ্চিত্র উৎসবের বিভিন্ন বিভাগে ‘দ্য অ্যানোয়েড’, ‘কজ অব ডেথ: আননোন’, ‘১.৫ হর্সপাওয়ার’, ‘ডলফিন বয়’ এবং ‘দ্য প্যাশন অব মাহমুদ’ নামে পাঁচটি ইরানি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

মেহেদিফারদ গাদেরি রচিত ও পরিচালিত ইরানি চলচ্চিত্র ‘দ্য অ্যানোয়েড’ উৎসবের প্রতিযোগিতা বিভাগে জাপান, ভারত, যুক্তরাজ্য, স্পেন, জর্জিয়া, বেলজিয়াম এবং ইতালির চলচ্চিত্রের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

রসুল কাহানির ‘১.৫ হর্সপাওয়ার’ এবং আলী জারনেগারের ‘কজ অব ডেথ: আননোন’ সাংহাই ফিল্ম ফেস্টিভালের এশিয়ান নিউ ট্যালেন্ট বিভাগে দেখানো হবে।

মোহাম্মদ খিরান্দিশ পরিচালিত ইরানি অ্যানিমেশন ‘ডলফিন বয়’ অ্যানিমেটেড ফিচার বিভাগে দেখানো হবে।

সাংহাই ফিল্ম ফেস্টিভালের ডকুমেন্টারি ফিচার বিভাগে অংশ নেবে দাউদ আবদোলমালেকির ইরানি ডকুমেন্টারি ‘দ্য প্যাশন অব মাহমুদ’।

আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবটি ৯ থেকে ১৮ জুন অনুষ্ঠিত হতে চলেছে। সূত্র: তেহরান টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়