শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৪:২০ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৩, ১২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিডিও ফাঁসের আগে যে কথা হয়েছিল রাজ-পরীর

শিমুল চৌধুরী ধ্রুব: মাত্র এক সপ্তাহের পরিচয়ে ভালোবেসে বিয়ে করে ফেলেন তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। একসঙ্গে পথচলার শুরুটা রঙিন থাকলেও তা বিবর্ণ বিষাদে রূপ নিয়েছে। তাদের দাম্পত্য কলহের ইস্যু এখন ‘টক অব দ্যা কান্ট্রি’। মাস ছয় আগে সংসার ভাঙ্গার কথা উঠলেও তা কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হয়ে আসে। এরপর আর তেমন কোনো সমস্যার কথা সামনে আসেনি। তবে হঠাৎ করে ফের বিচ্ছেদের ইস্যু সামনে চলে এলো। দুজনই একে অপরকে ছেড়ে থাকতে চাইছেন।

এবারের শুরুটা অবশ্য শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর কয়েকটি আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁসের মধ্য দিয়ে। ভিডিওতে অভিনেত্রী নাজিফা তুষি, তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালকে অসংলগ্ন অবস্থায় দেখা যায়। এরপরই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে রাজ-পরীর বিচ্ছেদ ইস্যু প্রধান হয়ে দাড়িয়েছে। তবে এখনো স্পষ্ট হয়নি ছবি-ভিডিওগুলো ফাঁসকারির পরিচয়।

সম্প্রতি একটি গণমাধ্যমে শরিফুল রাজ জানান, ছবি ও ভিডিও ফাঁসের আগ মুহূর্তে পরীমণির সঙ্গে কথা হয়েছে তার। তবে কি কথা হয়েছে তা জানান নি তিনি। এবার পরীমণি লাইভে এসে জানালেন, তাদের মধ্যে সেই রাতে কী কথা হয়েছিল। সূত্র: প্রথম আলো

সোমবার (৫ জুন) পরীমণি বলেন, ‘যেদিন ভিডিওগুলো রাজের অ্যাকাউন্ট থেকে আপলোড হয়, সেদিন মাঝরাতে তার সঙ্গে আমার কথা হয়। সেসময় সে বলেছিল সন্তান রাজ্যকে দেখতে আসতে চায়। যদি রাজ্যকে দেখতে চাইবে, তাহলে আমাকেই ফোন করতো। আমি কেন তাকে ফোন করব। ফোনটা আমি করেছিলাম। অন্য একটি কারণে। তোমাকে রাস্তা-ঘাটে দেখা যাচ্ছে। 

ও তো পাবলিক ফিগার, কম-বেশি অনেকেই চেনে। ওর যদি এমন কিছু হয় যেটা আমাকে হাইড করে করতে হয় বা প্রকাশ্যে আসলে ওর ইমেজ অনেক প্রশ্নবিদ্ধ হবে। ওর ফ্যামিলি হিসেবে আমিও অনেক প্রশ্নবিদ্ধ হবো। এসব কাজ ও কেন পাবলিকলি করে।’

তিনি আরও বলেন, ‘সে কোথায় যায়, না যায়, কেউ একটা ছবি তুলে রাখলেই বা সিসিটিভি ফুটেজ ক্যামেরায় সহজেই শনাক্ত করা যায়। এসব তো বের করা খুবই সহজ বলে মনে হয় আমার কাছে। সেখান থেকে আমাকে কেউ যদি নক করে, ভাইয়াকে তো ওমুক ওমুক জায়গায় দেখা গেল। সেক্ষেত্রে ওকে আমি বললাম, দেখো, এতে তোমার ফ্যামিলির ওপরও ইমপ্যাক্ট পড়ে। যেটা গোপন, সেটা গোপনেই করো। 

সেটা কেন আমার কাছে আসছে। এটা তো খুবই খারাপ। যদি এসব করতেই হয়, স্ত্রী হিসেবে আমার অনেক খারাপ লাগবে। আমাদের ফ্যামিলি এবং সন্তান, কারও জন্য ভালো হবে না।’ সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এসএইচবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়