শিরোনাম
◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো ◈ মব ভাইরাসের তাণ্ডবে অতিষ্ট দেশ: ইসলামী বক্তা তাহেরী (ভিডিও) ◈ অনলাইন মার্কেটপ্লেসে নতুন দিগন্ত: অ্যামাজন-ইবে হয়ে রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেতা প্রসেনজিতের সিরিজ বন্ধ করতে আদালতে গ্যাংস্টার

শিমুল চৌধুরী ধ্রুব: ভারতের সাংবাদিক জোতির্ময় দে হত্যার আলোচিত ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘স্কুপ’। জিগনা ভোরার লেখা ‘বিহাইন্ড বারস ইন বাইকুল্লা- মাই ডেজ ইন প্রিজন’ অবলম্বনে তৈরি করা হয়েছে এর চিত্রনাট্য। পরিচালক হনসল মেহতা নির্মিত এ সিরিজে সাংবাদিক জোতির্ময় দে-র ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সূত্র: আইএমডিবি

ইতোমধ্যে সিরিজের ছয়টি এপিসোড নেটফ্লিক্সে অবমুক্ত করা হয়েছে। এরপর সিরিজের গল্প নিয়ে আলোচনা শুরু হলে এটি বন্ধের দাবি নিয়ে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সাংবাদিক জোতির্ময় দে হত্যায় অভিযুক্ত তিহার জেলে বন্দি থাকা গ্যাংস্টার ছোটা রাজন। তবে তার আবেদনে সাড়া দেননি বিচারপতি। সূত্র: হিন্দুস্থান টাইমস
ছোটা রাজনের অভিযোগ, সিরিজে বাকি সব চরিত্রের কাল্পনিক নাম দেওয়া হয়েছে। কিন্তু তার আসল নাম ও ছবি ব্যবহার করা হয়েছে। এতে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, মানহানি হয়েছে। সে কারণে ১ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন রাজন। 

পাশাপাশি সিরিজ থেকে পাওয়া সকল অর্থ সমাজকল্যাণে ব্যয় করার দাবি জানিয়েছেন এই গ্যাংস্টার। এমনটা না হলে সিরিজের সম্প্রচার বন্ধ করে দেওয়ার অনুরোধ করেন আদালতের কাছে। কিন্তু রাজনের আবেদনের প্রেক্ষিতে বম্বে হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চের বিচারপতি এস জি ডিগে জানান, সিরিজের ছয়টি এপিসোড ইতোমধ্যে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে। আর এখন এই সম্প্রচার বন্ধ করা সম্ভব নয়। আগামী ৭ জুনের মধ্যে পরিচালক হনসল মেহতা ও নেটফ্লিক্স এন্টারটেইনমেন্ট সার্ভিস ইন্ডিয়ার পক্ষ থেকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সূত্র: সংবাদ প্রতিদিন

উল্লেখ্য, ২০১১ সালের সাংবাদিক জ্যোতির্ময় দে-কে হত্যা করা হয়। ওই ঘটনায় ২০১৮ সালে ছোটা রাজনসহ ৮ জনকে দোষী সাব্যস্ত করা হয়। ওই ঘটনা অবলম্বনে নির্মিত সিরিজ ‘স্কুপ’-এ জাগ্রুতি পাঠকের চরিত্রে অভিনয় করেছেন কারিশমা তান্না। সম্পাদনা: এল আর বাদল

এসসিডি/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়