শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ৩০ মে, ২০২৩, ০১:৪২ রাত
আপডেট : ৩০ মে, ২০২৩, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মের টানে ছেড়েছেন অভিনয়, এখন বিয়েবাড়িতেও নেকাব পরে খান!

শিমুল চৌধুরী ধ্রুব: বলিউড অভিনেতা আমির খানের ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায় অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করে অল্প সময়েই পরিচিতি তৈরি করেন জায়রা ওয়াসিম।

ক্যারিয়োরের এমন গুরুত্বপূর্ণ সময়ে ধর্মের টানে অভিনয়কে বিদায় জানান তিনি। এরপর থেকেই ধর্মীয় নিয়ম মেনেই জীবন-যাপন করছেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস

জায়রা এতোটান ধর্মপ্রাণ হয়েছেন যে এখন কোনো অনুষ্ঠানে গেলেও নেকাব পরে থাকেন। সম্প্রতি এক নেটিজেন এমনই একটি ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যম টুইটারে। সেখানে দেখা যায়, নেকাব-হিজাব দুটোই পরে রয়েছেন, আর ওই অবস্থাতেই হাত দিয়ে হালকা নেকাব সরিয়ে খাবার খাচ্ছেন এক নারী। ছবির ক্যাপশনে ওই টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এটা কি কোনো মানুষের পছন্দ হতে পারে?’ সূত্র: টুইটার

জায়রা ওয়াসিম সেই টুইটটি শেয়ার করেছেন নিজের টুইটার হ্যান্ডেলে। সেখানে তিনি লিখেছেন, এইমাত্র আমি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। ঠিক এইভাবেই খেয়েছি। এটা সম্পূর্ণ আমার পছন্দ। এমনকি আমার চারপাশের সবাই আমাকে বকাঝকা করেন যে আমি যেন নেকাব খুলে ফেলি। তবে আমি তা করিনি। সূত্র: নিউজ ১৮

ধর্ম-বিশ্বাসের কারণ দেখিয়ে অভিনয় থেকে জায়রার অকাল অবসর নিয়ে সেসময় বেশ সমালোচনার সৃষ্টি হয়। যদিও তখন থেকে আজও নিজ সিদ্ধান্তে অবিচল রয়েছেন কাশ্মীরের এই কন্যা। এদিকে গত বছর কর্ণাটকের একটি স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করা হয়। সেই পদক্ষেপেরও বিরোধিতা করেছিলেন জায়রা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়