শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২০ মে, ২০২৩, ০৫:১৯ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৩, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক নারী এয়ার হোস্টেসের কারণে মাদকাসক্ত নোবেল: সাবেক স্ত্রী 

মাসুদ আলম: গায়ক মাইনুল আহসান নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ বলেন, নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে কয়েকজন শিল্পী ও ইন্টারন্যাশনাল রুটে চলাচল করা বিমানের এয়ার হোস্টেস জড়িত। মেয়ের সম্পৃক্ততা আমি কখনও দেখিনি তাকে। কিন্তু তাদের চক্রে একজন এয়ার হোস্টেজ চক্র কাজ করে, যেখান থেকে একজন তার সঙ্গে যোগাযোগ রাখে এবং তাকে যত ধরণের মাদক সে তাকে সাপ্লাই দেয়। এ বিষয়ে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছিলাম। তারপর আমার নম্বরে ফোন করে বিভিন্ন জন হুমকিও দেয়।

শনিবার ডিবি কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, আমি তার সঙ্গে সংসার করেছি। সে খুব ভাল মানুষ ছিলো। কিন্তু একটা চক্রের কারণে সে মাদকাসক্ত হয়ে যায়। যাদের কারণে তার আজকের এ অবস্থা। মাদক সেবন করে বাসায় এসে আমাকে প্রচন্ড মারধর করত। একদিন আমি ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকি। তারা এসে আমাকে বাঁচায়। নোবেল সেই পুলিশ সদস্যদের সামনে স্বীকার করেছে মাদক সেবনের কারণে আমাকে মারধর করে। এরপর আমি গুলশান থানায় সাধারণ ডায়েরি করি।

সালসাবিল বলেন, আমি চেয়েছিলাম সে সুস্থ জীবনে ফিরে আসুক। তাই আমি তার বিরুদ্ধে মামলা করিনি। নোবেলের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন বা সম্পর্কে  ফেরা এ বিষয়ে কিছু বলতে চাই না। যেহেতু বিষয়টা পারিবারিক পর্যায়ে।  আমি চাই সে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। ডিবি পুলিশ থেকে আমাকে ডাকা হয়েছে। আমি তাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছি। তারা পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএ/এসএইচবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়