শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৭:০৮ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৩, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুচি পরিবর্তনে মামুনুর রশীদ কী কাজ করেছেন? : হিরো আলম

মামুনুর রশিদ, হিরো আলম

শিমুল চৌধুরী ধ্রুব: কয়েকদিন আগে অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে বর্ষীয়ান অভিনেতা ও নাট্যকার মামুনুর রশিদ বলেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়েছি। আর সেখান থেকে হিরো আলমের মতো একজন মানুষের উত্থান হয়েছে। এই উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কীভাবে রোধ করা যাবে, এটা যেমন রাজনৈতিক সমস্যা, আবার তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।’ অভিনেতার এ মন্তব্যের পর থেকে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে নানা কথা হচ্ছে। কেউ অভিনেতার পক্ষে বলছেন, আবার কেউ কটাক্ষ করছেন।

তার মন্তব্য নিয়ে সংবাদ সম্মেলনও করেছেন হিরো আলম। সেখানে মামুনুর রশীদের উদ্দেশে তিনি বলেন, ‘পারলে আমাকে তৈরি করে দেখান। আর বারবার যদি হিরো আলমকে নিয়ে আপনাদের রুচিতে বাধে তাহলে মেরে ফেলেন হিরো আলমকে।’

এদিকে দু’জনের এ মন্তব্য এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নাট্যজন মামুনুর রশীদ ও হিরো আলম পৃথক মাধ্যমে পৃথকভাবে কথা বলছেন বিষয়টি নিয়ে। সেই ধারাবাহিকতায় এবার ফেসবুক ভেরিফায়েড পেজে মামুনুর রশীদের ‘রুচির দুর্ভিক্ষ’ নিয়ে ফের মন্তব্য করেন হিরো আলম। সেখানে তিনি লেখেন, ‘মামুনুর রশিদ স্যার বললেন, হিরো আলম সমাজের জন্য কী ভালো কাজ করেছেন? আমি বলি, আপনি কী ভালো কাজ করেছেন? এটা আমার প্রশ্ন? আর কী এমন কাজ করে মানুষের রুচি পরিবর্তন করেছেন?’

এসসিডি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়