শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০২:৩৫ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ১১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিবের জন্মদিন: অপু-বুবলীর পাল্টা স্ট্যাটাস

শাকিবের জন্মদিন

শিমুল চৌধুরী ধ্রুব: ২৮ মার্চ (মঙ্গলবার) ছিলো অভিনেতা শাকিব খানের ৪৪তম জন্মদিন। বিশেষ এই দিনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে সরব হয়ে উঠেছেন তার প্রাক্তন দুই স্ত্রী অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে নিজেদের অবস্থান জাহির করছেন তারা!

শুরুতে বেশ সাদামাটাভাবে শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানান শবনম বুবলী। ফেসবুকে ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনের একটি ভিডিও পোস্ট করে জন্মদিনের শুভকামনা জানান তিনি। ঐ ভিডিওটিতে বীরের সঙ্গে দেখা যায় শাকিব খানকে। এরপরই অপু বিশ্বাস পোস্ট করেন ছেলে জয়ের সঙ্গে শাকিব খানের কেক কাটার মুহূর্ত। এই ভিডিও দেখে নেটিজেনদের ভেতর ধারণা জন্ম নেয়, শাকিব খান শুধু অপু আর জয়কে নিয়েই তার জন্মদিন পালন করেছেন।

এরপর বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন বুবলী। ৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শাকিবের সঙ্গে খুনসুটিতে মেতে আছে ছেলে শেহজাদ। ওই ভিডিওর ক্যাপশনে বুবলী লিখেছেন, বাবার জন্মদিনের রাতে যখন বাবা-ছেলের দুষ্টমিষ্টি খুনসুটি। এরপরই জুড়ে দিয়েছেন লাল রঙের একটি হার্টশেপের ইমোজি।

ওই রাতেই আরও ৩টি ছবি পোস্ট করেন বুবলী। যেখানে শাকিবের সঙ্গে শুধু ছেলে শেহজাদ নয়, বুবলী ও শাকিবের কেক সাজানোর একটি ছবিও দেখা যায়।

এসসিডি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়